Achraf Hakimi: দারিদ্র্যতাকে পিছনে ফেলে বিশ্বকাপে ‘জিতে গিয়েছেন’ মরক্কোর হাকিমি

Morocco vs Portugal: ক্লাব ফুটবলে সতীর্থ লিওনেল মেসি, নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপে। জীবনসঙ্গিনী হিসেবে পেয়েছেন অভিনেত্রী, মডেল হিবা আইবককে। অর্থ, খ্যাতির অভাব নেই। এত প্রতিপত্তি সত্ত্বেও শেকড় ভুলতে পারেননি বলেই জন্মস্থান স্পেন ছেড়ে জাতীয় দলে মরক্কোর জার্সি গায়ে চড়িয়েছেন।

Achraf Hakimi: দারিদ্র্যতাকে পিছনে ফেলে বিশ্বকাপে 'জিতে গিয়েছেন' মরক্কোর হাকিমি
Image Credit source: Instagram
Follow Us:
| Edited By: | Updated on: Dec 09, 2022 | 3:27 PM

দোহা: হিসেবটা ছিল এইরকম, পেনাল্টি শুট-আউটে তিনি গোল করলেই মরক্কো পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে (Qatar World Cup 2022)। এমন সুবর্ণ সুযোগ কেউ ছাড়ে! ২৪ বছরের আশরাফ হাকিমি (Achraf Hakimi) গোল করলেন। মরক্কো (Morocco) পৌঁছে গেল ইতিহাসে। গোটা দল যখন সেলিব্রেশনে ব্যস্ত আশরাফের চোখ তখন মা সাঈদাকে খুঁজে চলেছে। গ্যালারি টপকে পৌঁছে গেলেন মায়ের কাছে। আজকের যাবতীয় সাফল্যের শেকড় যে ওখানেই লুকিয়ে। অতীতকে ভুললে চলবে? বিখ্যাত মানুষরা অতীত ভোলেন না। ভুলতে পারেন না। সংগ্রামের দিনগুলোই তাঁদের জীবনের অনুপ্রেরণা। মাদ্রিদের ছোট্ট ঘর ফুটবলার হয়ে ওঠার স্বপ্ন। রিয়াল মাদ্রিদ থেকে পিএসজি। ক্লাব ফুটবলে সতীর্থ লিওনেল মেসি, নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপে। জীবনসঙ্গিনী হিসেবে পেয়েছেন অভিনেত্রী, মডেল হিবা আইবককে। রয়েছে সন্তান। অর্থ, খ্যাতির অভাব নেই। এত প্রতিপত্তি সত্ত্বেও শেকড় ভুলতে পারেননি বলেই জন্মস্থান স্পেন ছেড়ে জাতীয় দলে মরক্কোর জার্সি গায়ে চড়িয়েছেন। জন্ম, বেড়ে ওঠা যে দেশে, সেই স্পেনকেই বিশ্বকাপ থেকে বিদায়ের পথ দেখিয়েছেন!

অতীত জীবন এক বর্ণও লুকোননি। বরং জোর গলায় ফুটবলার হিসেবে গড়ে তোলার পিছনে মায়ের অবদান তুলে ধরেছেন। হাকিমির জন্মের আগে হাসান ও সাঈদা আফ্রিকা ছেড়েছিলেন আরও ভালোভাবে জীবনধারণের আশায়। ক্যাসাব্লাঙ্কা থেকে গেটাফে-তে এসে ঠাঁই নেওয়ার পর আশরাফের জন্ম। হাসান রাস্তায় বসে ফল বিক্রি করতেন, সাঈদা বাড়ি পরিষ্কারের কাজ। হাকিমি বলেছেন, “এমন জায়গা থেকে আমার পরিবার উঠে এসেছিল যেখানে কাজের সুযোগ খুব কম। ওদের প্রতিনিয়ত লড়াই করে বাঁচতে হত। পরিবারে অভাব অনটন ছিল। বাবা-মা তাঁদের জীবনের মূল্যবান দিনগুলি আমার ভবিষ্যতের গড়ার জন্য ব্যয় করেছেন। এখন আমি তাঁদের জন্য রোজ লড়াই করি। বাবা-মার লড়াইটা বর্ণনা করার মতো শব্দ আমার কাছে নেই।”

স্থানীয় দল সিডি কলোনিয়া ওফেগেভিতে খেলা শুরু করেছিলেন খুব ছোট বয়সে। চিঠি মারফত বাড়িতে রিয়াল মাদ্রিদের প্রস্তাব আসে। প্রথমে ভেবেছিলেন কেউ মজা করছে। চিঠি দেখে হাসানও ছেলের লেগ পুলিং শুরু করেন। যখন বুঝলেন মজা নয় পুরোটাই বাস্তব, হাসান-সাঈদা হয়তো চোখের জলে ভেসেছিলেন। ২০১৬ সালে কিশোর হাকিমির উপর ফিফার নিষেধাজ্ঞার খাঁড়া নেমে আসে। বেআইনিভাবে বিদেশ থেকে নাবালক ফুটবলারদের সই করাচ্ছে রিয়াল মাদ্রিদ। এই অভিযোগ খতিয়ে দেখেই ফিফার নিষেধাজ্ঞার মুখে পড়েন হাকিমি। লোনে বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে খেলেছেন। ২০১৮ সালে ডর্টমুন্ডে থাকাকালীন প্রেমে পড়েন ১২ বছরের বড় স্প্যানিশ অভিনেত্রী হিবা আইবকের সঙ্গে।

শেষ আটে মরক্কোর স্বপ্ন টিকে রয়েছে পর্তুগালের উপর। কাতারে আফ্রিকান রূপকথা চলবে নাকি ইতি ঘটবে? সেদিনও আল থুমামার গ্যালারিতে থাকবেন হাসান, সাঈদা, হিবা। আশরাফের পায়ে এক নতুন ইতিহাস গড়ার অপেক্ষায়।