East Bengal FC: মাইলফলকের ম্যাচ, ঘরের মাঠেও হতাশার হার ইস্টবেঙ্গলের
ISL 2022-23 : ম্যাচ হারলেও বা ০-৩ ব্যবধান হলেও ইস্টবেঙ্গল কোচ অবশ্য বলছেন, চেষ্টায় কোনও ত্রুটি ছিল না। ডুরান্ডে এই মুম্বইকে ৪-৩ ব্যবধানে হারিয়েছিল ইস্টবেঙ্গল। এ বার তা হলে এমন ফল কেন?
কলকাতা: ঘরের মাঠে ফিরলেও ইস্টবেঙ্গলের ভাগ্য বদল হল না। আইএসএলে (ISL) নিজেদের ৫০তম ম্যাচে নেমেছিল ইস্টবেঙ্গল। মুম্বই সিটি এফসির বিরুদ্ধে আইএসএলে যে হতাশার পরিসংখ্যান ছিল, তা বজায় থাকলো। এর আগে আইএসএলে মুম্বইয়ের বিরুদ্ধে চার বারের সাক্ষাতে তিন বারই হেরেছে ইস্টবেঙ্গল। এ মরসুমে ডুরান্ড কাপে জিতেছিল ইস্টবেঙ্গল। তবে আইএসএলে পঞ্চম সাক্ষাতে ফের হার। দাপুটে ফুটবলে ৩-০ ব্যবধানে জিতল মুম্বই সিটি এফসি। পয়েন্ট টেবলে ফের শীর্ষস্থান দখল করল তারা। মুম্বইয়ের হয়ে জোড়া গোল আপুইয়ার। আর একটি গোল করেন গ্রেগ স্টুয়ার্ট। ইস্টবেঙ্গল গোলরক্ষক কমলজিৎ বেশ কয়েকটি সেভ না করলে ব্যবধান আরও বাড়তে পারত। বিস্তারিত রিপোর্ট TV9Bangla-য়।
আইএসএলে এ মরসুমে ঘরের মাঠে একটিও ম্যাচ জিততে পারেনি ইস্টবেঙ্গল। বিশ্বকাপ ফাইনালের মাঝে বিরতি। যুবভারতী ক্রীড়াঙ্গনে সমর্থনের অভাব হয়নি। সমর্থকদের সামনে খুবই খারাপ পারফরম্যান্স। ম্যাচের ২৬ মিনিটে প্রথম গোল খাওয়ার পর যেন হাল ছেড়ে দেয়। মুম্বই সিটি এফসি শক্তিশালী প্রতিপক্ষ। কার্যত আত্মসমর্পণ ইস্টবেঙ্গলের। পরিসংখ্যান অন্তত তাই বলছে। পুরো ম্যাচে ন’টি শট গোলে রেখেছে মুম্বই সিটি এফসি। সেখানে একটিও গোলমুখী শট নেই ইস্টবেঙ্গলের। প্রথমার্ধে মাত্র ১-০ ব্যবধানে এগিয়ে ছিল মুম্বই। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পাঁচ মিনিটের মধ্যেই স্কোর লাইন ২-০ করেন স্টুয়ার্ট। এক ঘণ্টা পূর্ণ হওয়ার আগেই জোড়া গোল এবং ম্যাচের তৃতীয় গোল আপুইয়ার। শেষ দিকে পেনাল্টিও মিস করেন মুম্বইয়ের গুরকীরত সিং।
ম্যাচ হারলেও বা ০-৩ ব্যবধান হলেও ইস্টবেঙ্গল কোচ অবশ্য বলছেন, চেষ্টায় কোনও ত্রুটি ছিল না। ডুরান্ডে এই মুম্বইকে ৪-৩ ব্যবধানে হারিয়েছিল ইস্টবেঙ্গল। এ বার তা হলে এমন ফল কেন? ম্যাচ শেষে লাল হলুদ কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন বলেন, ‘আমাদের মধ্যে চেষ্টার কোনও ত্রুটি ছিল বলে মনে করি না। ফুটবলাররা মরিয়া চেষ্টা করেছে। আমরা এমন একটা দলের বিরুদ্ধে নেমেছিলাম, যাদের রিজার্ভ বেঞ্চও একইরকম শক্তিশালী। মরসুমের শুরুতে এই দলের বিরুদ্ধে কী ফল হয়েছিল সেটা ভেবে লাভ নেই। মরসুমের শুরুতে আমরা সে ভাবে প্রস্তুতির সুযোগও পাইনি। তারপরও জিতেছিলাম। কিন্তু সেই ম্যাচের সঙ্গে এর তুলনা করে লাভ নেই।’