FIFA World Cup 2022: ক্যানসার আক্রান্ত ডাচ কোচের স্বপ্নে শুধুই বিশ্বকাপ

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Apr 04, 2022 | 6:24 PM

এক সাক্ষাৎকারে ফান গাল বলেন, 'ফুটবলাররা এ বিষয়ে কিছুই জানে না। তারা ভাবে আমি একেবারে সুস্থ। তবে এটা আমার জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। আমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।' এখানেই শেষ হয়নি তাঁর কথা। ফান গাল এও বলেন, 'আমি আমার জীবনে অনেক কিছুর মধ্যে দিয়ে গিয়েছি। অসুস্থতা, মৃত্যু সবকিছুই দেখার অভিজ্ঞতা আছে আমার।'

FIFA World Cup 2022: ক্যানসার আক্রান্ত ডাচ কোচের স্বপ্নে শুধুই বিশ্বকাপ
লুই ফান গাল। ছবি: টুইটার

Follow Us

আমস্টারডাম: প্রস্টেট ক্যানসারে আক্রান্ত লুই ফান গাল (Louis Van Gaal)। নিজেই প্রকাশ্যে এনেছেন সেই কথা। প্রস্টেট ক্যানসারের চিকিৎসা করেও ডাচ কোচের পাখির চোখ কাতার বিশ্বকাপে (FIFA World Cup 2022)। গত মাসেই ক্যানসারের চিকিৎসা করিয়েছেন ফান গাল। ২৫ বার রেডিওথেরাপি নিয়েও মাঠে নেমেছেন তিনি। ফুটবলাররা বিন্দুমাত্র কিছু জানেন না। এক টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার সময় ঘটনা প্রকাশ্যে আনেন ফান গাল। ৭০ বছরের এই প্রবীন কোচ মাঠের বাইরে নিজের জীবন বাঁচাতেও কঠিন লড়াই চালিয়ে গিয়েছেন। গত রাশিয়া বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি নেদারল্যান্ডস। কাতার বিশ্বকাপের টিকিট পেয়ে গিয়েছে ডাচরা। গত সপ্তাহেই কোভিডে সংক্রমিত হয়েছিলেন ফান গাল। ডাচদের জাতীয় দলে এটা তাঁর তৃতীয় টার্ম। কাতার বিশ্বকাপ নিয়ে গত মাসে ফিফার বিরুদ্ধে বোমাও ফাটান ডাচ কোচ।

 

এক সাক্ষাৎকারে ফান গাল বলেন, ‘ফুটবলাররা এ বিষয়ে কিছুই জানে না। তারা ভাবে আমি একেবারে সুস্থ। তবে এটা আমার জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। আমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’ এখানেই শেষ হয়নি তাঁর কথা। ফান গাল এও বলেন, ‘আমি আমার জীবনে অনেক কিছুর মধ্যে দিয়ে গিয়েছি। অসুস্থতা, মৃত্যু সবকিছুই দেখার অভিজ্ঞতা আছে আমার।’

 

গত বছর বাইক থেকে পড়ে গিয়ে নিম্নদেশে গুরুতর চোট পেয়েছিলেন। এর আগে ২০১৪ থেকে ২০১৬- দু’বছর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে কোচিং করান ফান গাল। গ্রুপ এ-তে নেদারল্যান্ডসের সঙ্গে রয়েছে আয়োজক দেশ কাতার, ইকুয়েডর, সেনেগাল। ফান গালের আমলে ২০০২ সালে বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ হয় নেদারল্যান্ডস। প্রস্টেট ক্যানসারে বেশিরভাগের মৃত্যু না হলেও, বিভিন্ন অসুখে ভুগতে থাকেন অধিকাংশ। তবে ফান গালের লক্ষ্য কাতার বিশ্বকাপ। দেশকে বিশ্বকাপের আসরে সাফল্য এনে দেওয়াই ডাচ কোচের পাখির চোখ।

 

 

 

আরও পড়ুন: Ross Taylor: জীবনের শেষ ম্যাচ খেলতে নেমে কান্নায় ভেঙে পড়লেন রস টেলর

Next Article