দোহা: কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022) ঘটনাবহুল ও অঘটনের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে। এ বার পালা নকআউটের। ষোলোটি দল পা রেখেছে নকআউটে। গ্রুপ পর্বের হাড্ডাহাড্ডি ম্যাচ বুঝিয়ে দিয়েছে আরও কতটা উপভোগ্য হতে চলেছে কাতার বিশ্বকাপ। শনিবার শুরু হচ্ছে নকআউটের লড়াই। কোন দল কার বিরুদ্ধে খেলবে তা নিশ্চিত। যেখানে পা হড়কালেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার আতঙ্ক। শনিবাসরীয় শেষ ষোলোর প্রথম ম্যাচ খেলা হবে নেদারল্যান্ডস ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। কোথায়, কীভাবে চোখ রাখবেন এই ম্যাচে, বিস্তারিত জেনে নিন TV9 Bangla-র এই প্রতিবেদনে।
এ বারের ফুটবল বিশ্বকাপের নকআউটে নেদারল্যান্ডস ও মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচটি কবে হবে?
এ বারের ফুটবল বিশ্বকাপের নকআউটে নেদারল্যান্ডস ও মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাচটি রয়েছে শনিবার (৩ ডিসেম্বর)।
কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডস ও মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচটি কোথায় হবে?
কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডস ও মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচটি খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে।
ভারতীয় সময় অনুসারে কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডস ও মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডস বনাম মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচটি শুরু হবে রাত ৮.৩০ মিনিটে।
কোথায় দেখা যাবে কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডস ও মার্কিন যুক্তরাষ্ট্রে ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডস ও মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮ এবং স্পোর্টস ১৮ এইচডি চ্যানেলে। এ ছাড়া কাতার বিশ্বকাপের ম্যাচগুলির লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে। পাশাপাশি বিশ্বকাপে নেদারল্যান্ডস ও মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাচটির লাইভ আপডেট পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।