Mohun Bagan: আইএসএল সেমিফাইনালে আজ ওডিশা কাঁটার সামনে মোহনবাগান

ISL 2023-24, Mohun Bagan Super Giant: এএফসি কাপের লক্ষ্য পূরণ না হলেও আইএসএলে এ বার ইতিহাস গড়েছে মোহনবাগান। প্রথম বার আইএসএল লিগ শিল্ড জিতেছে সবুজ মেরুন। লিগ পর্বের শেষ ম্যাচে হারিয়েছে মুম্বই সিটি এফসিকে। আইএসএলে এর আগে কখনও মুম্বইয়ের টিমকে হারাতে পারেনি মোহনবাগান। প্রথম বার তাদের হারানো, প্রথম বার লিগ শিল্ড জয়ে ঐতিহাসিক মুহূর্ত সবুজ মেরুন শিবিরে। এ বার লক্ষ্য আইএসএল খেতাব।

Mohun Bagan: আইএসএল সেমিফাইনালে আজ ওডিশা কাঁটার সামনে মোহনবাগান
Image Credit source: X
Follow Us:
| Updated on: Apr 23, 2024 | 9:00 AM

মোহনবাগান সুপার জায়ান্টসের অন্যতম কঠিন প্রতিদ্বন্দ্বী ওডিশা এফসি। এ মরসুমে প্রবল বেগ দিয়েছে সবুজ মেরুনকে। বিশেষ করে বলতে হয় এএফসি কাপের কথা। মরসুমের শুরু থেকে মোহনবাগানের পাখির চোখ ছিল এএফসি কাপে ভালো পারফর্ম করা। গত বার আঞ্চলিক সেমিফাইনালে বিদায় নিয়েছিল মোহনবাগান। এ বার গ্রুপ পর্বেই। তার অন্যতম কারণ ওডিশা এফসি। ইন্ডিয়ান সুপার লিগের সেমিফাইনালে সেই ওডিশা এফসির বিরুদ্ধেই লড়াই আজ। প্রথম লেগের ম্যাচে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে মুখোমুখি দু-দল।

এএফসি কাপের লক্ষ্য পূরণ না হলেও আইএসএলে এ বার ইতিহাস গড়েছে মোহনবাগান। প্রথম বার আইএসএল লিগ শিল্ড জিতেছে সবুজ মেরুন। লিগ পর্বের শেষ ম্যাচে হারিয়েছে মুম্বই সিটি এফসিকে। আইএসএলে এর আগে কখনও মুম্বইয়ের টিমকে হারাতে পারেনি মোহনবাগান। প্রথম বার তাদের হারানো, প্রথম বার লিগ শিল্ড জয়ে ঐতিহাসিক মুহূর্ত সবুজ মেরুন শিবিরে। এ বার লক্ষ্য আইএসএল খেতাব।

ইন্ডিয়ান সুপার লিগে গত বারের চ্যাম্পিয়ন মোহনবাগান। ট্রফি ধরে রাখাই লক্ষ্য। এর জন্য কঠিন ধাপ পেরোতে হবে। যার প্রথম ধাপ আজ। মোহনবাগানের আক্রমণ ভাগ এ মরসুমে দুর্দান্ত ফর্মে রয়েছে। টুর্নামেন্টের মাঝপথে খেই হারালেও দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছে। আন্তোনিও লোপেজ হাবাস কোচের দায়িত্ব নিতেই পুরোপুরি পাল্টে যায় মোহনবাগান। একটা সময় লিগ শিল্ড জয় নিয়ে প্রবল আশঙ্কা ছিল। সেই আশঙ্কা মিটিয়ে ইতিহাস গড়েছে। এ বার পরবর্তী লক্ষ্য পূরণেই নজর।

ইন্ডিয়ান সুপার লিগে ওডিশা ও মোহনবাগান মুখোমুখি হলে হাড্ডাহাড্ডি লড়াই হয়। বেশির ভাগ সাক্ষাৎই অমীমাংসিত থেকেছে। এ মরসুমে মোহনবাগান টিম করেছে ৪৮টি গোল। সব কিছু ঠিক থাকলে প্রথম লেগেও গোলের হাফসেঞ্চুরি করে ফেলতে পারে মোহনবাগান। আর সেটা পারলে অনেকটাই এগিয়ে থাকতে পারবে। দ্বিতীয় লেগে ঘরের মাঠে নামবে মোহনবাগান। প্রথম লেগে এগিয়ে থাকলে হোম ম্যাচে গ্যালারি সঙ্গে থাকছে।

আইএসএল সেমিফাইনাল, ওডিশা এফসি বনাম মোহনবাগান, সন্ধ্যা ৭.৩০