Hooghly: ‘আমার স্ত্রীর ব্লাউজ ছিঁড়ে দিয়েছে, বুকে লাথি মেরেছে’, BJP-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূল কর্মীর
Hooghly: অন্যদিকে বিজেপি বলছে, এলাকার বাচ্চাদের মধ্যে ঝামেলা হচ্ছিল। সেটাকে হাতিয়ার করেই তৃণমূল তাঁদের কর্মীদের ফাঁসানোর চেষ্টা করছে। লাগানো হচ্ছে রাজনীতির রঙ। শ্লীলতাহানির কোনও ঘটনা ঘটেনি বলে স্পষ্ট দাবি করা হচ্ছে পদ্ম শিবিরের তরফে।
আরামবাগ: তৃণমূল করার ‘অপরাধে’ এক গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ উঠল তিন বিজেপি কর্মীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনা হুগলির পুরশুরায় । অভিযোগ, চুলের মুঠি ধরে টানতে টানতে ওই মহিলাকে বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হয়। জমিতে ফেলে ব্যাপক মারধরও করা হয়। করা হয় শ্লীলতাহানি। যদিও পদ্ম শিবিরের দাবি, তাঁদের কর্মীদের ফাঁসানো হচ্ছে। এদিকে তৃণমূলের ওই মহিলা কর্মী ক্যামেরার সামনে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ করলেও পুরশুরা থানায় আবার ধর্ষণের চেষ্টার অভিযোগ করেছেন। ঘটনাকে কেন্দ্র করে চাপানউতোর শুরু হয়েছে এলাকার রাজনৈতিক মহলে। যে ব্যক্তিরা এই কাজ করেছেন তাঁরা সকলেই এলাকার বিজেপির সক্রিয় কর্মী বলে দাবিও করেছেন তিনি।
এদিকে অভিযোগ পেতে না পেতেই মাঠে নামে পুরশুরা থানার পুলিশ। গ্রেফতার করা হয় তিন অভিযুক্তকে। গৃহবধূ বলছেন, আমরা তৃণমূল করি। আর ওরা বিজেপি করে। আমরা তৃণমূল করি বলেই সে রাগে আমাদের সঙ্গে এই কাজ করা হয়েছে। আমার ছেলেকে বলেছে জয় শ্রী রাম বল। আমি প্রতিবাদ করতেই আমার দিকে তেড়ে আসে। আমার ছেলে মারে। আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারধর করা হয়। কাপড় ছিঁড়ে দেয়। বাড়ির সামনে থাকা বাদাম জমিতে ফেলেও অত্যাচার চালায়। আমি ওদের শাস্তি চাই।
দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন ওই গৃহবধূর স্বামী। তিনি বলছেন, এলাকার কিছু ছেলে বিজেপি করে। প্রায়শই আমাদের উপর অত্যাচার চালায়। এখন আমার স্ত্রীর উপরেও চড়াও হয়েছে। ব্লাউজ ছিঁড়ে দেয়। বুকে লাথি মারে।
অন্যদিকে এলাকার এক বিজেপি নেতা বলছেন, এলাকার বাচ্চাদের মধ্যে ঝামেলা হচ্ছিল। সেটাকে হাতিয়ার করেই তৃণমূল তাঁদের কর্মীদের ফাঁসানোর চেষ্টা করছে। লাগানো হচ্ছে রাজনীতির রঙ। শ্লীলতাহানির কোনও ঘটনা ঘটেনি বলে স্পষ্ট দাবি করা হচ্ছে পদ্ম শিবিরের তরফে। এদিকে এদিনই আবার ধৃতদের আরামবাগ মহকুমা আদালতে তোলে পুলিশ।