Murshidabad: ফের রক্তাক্ত উর্দি, পুলিশকে হাঁসুয়ার কোপ মেরে পালাল অভিযুক্ত
Murshidabad: চুরির ঘটনায় একজনকে ধরতে গিয়ে আক্রান্ত হলেন সাব-ইন্সপেক্টর পদমর্যাদার এক অফিসার। বুধবার রাতে বিলাসপুর গ্রামে গিয়েছিল পুলিশ।
ডোমকল: গোয়ালপোখরের পর এবার ডোমকল। উত্তর দিনাজপুরের পর মুর্শিদাবাদেও একই ঘটনা। পুলিশের হাতে ধারাল অস্ত্রের কোপ মেরে পালাল দুষ্কৃতী। বুধবার রাতের ঘটনা। বুধবার বিকেলেই গোয়ালপোখরে আসামির গুলিতে আক্রান্ত হয় পুলিশ। গুলিবিদ্ধ দুই পুলিশকর্মী এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এরই মধ্যে ফের পুলিশের আক্রান্ত হওয়ার খবর সামনে এল।
ডোমকলের বিলাসপুর এলাকায় বুধবার রাতে এক অভিযুক্তকে আসামিকে ধরতে যায় ডোমকল থানার পুলিশ। সেই সময় পুলিশের গাড়িতে যখন অভিযুক্তকে চাপায় পুলিশ, সেই সময় আচমকা হাতে কোপ মেরে ছাড়িয়ে নিয়ে যাওয়া হয় ওই দুষ্কৃতীকে। ঘটনায় আহত হন ওই পুলিশ কর্মী।
ঘটনায় আক্রান্ত হন সাব-ইন্সপেক্টর পদমর্যাদার এক অফিসার। ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে ডোমকল থানার পুলিশ। ধৃতদের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলা হয়।
ডোমকলের ঘটনায় নতুন করে নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন। বুধবারই গোয়ালপোখরে আক্রান্ত হন দুই পুলিশকর্মী। মহকুমা আদালত থেকে সাজ্জাক আলম নামে এক আসামিকে জেলের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। প্রিজন ভ্যানে ছিলেন ওই বন্দি। সেই সময়ই আচমকা পুলিশকে লক্ষ্য করে গুলি চলে। নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য নামে দুই পুলিশকর্মী আক্রান্ত হন। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, একদল দুষ্কৃতী ওই হামলা চালিয়েছিল। কিন্তু পুলিশ জানাচ্ছে, কোনও দুষ্কৃতীদল নয়, গুলি চালিয়েছে খোদ আসামি। গুলি চালানোর পরই পালিয়ে যায় সে।