Baghajatin: সস্তায় কাজ সারতে চেয়েছিলেন! চার তলা আবাসন তুলতে নাকি ব্যবহার করেন গাড়ি তোলার যন্ত্রাংশ! প্রোমোটারের আরও ‘পাকামি’ সামনে আসতেই চমকে উঠছেন ইঞ্জিনিয়াররা

Baghajatin: সমস্যা রয়েছে আরও এক জায়গায়। সেটা মাটির চরিত্রের সমস্যা। ফিরহাদ বললেন, "হরিয়ানায় হার্ড সয়েল। আর এখানে গঙ্গামাটি। নরম মাটি। একটুতে জল পড়লেই নরম হয়ে যায়। রাস্তাও তাই ঢুকে যায়। সংস্থার লোক তো হার্ড সয়েল ভেবেই করতে গিয়েছে এখানে, তাতেই এই পরিণতি।"

Baghajatin: সস্তায় কাজ সারতে চেয়েছিলেন! চার তলা আবাসন তুলতে নাকি ব্যবহার করেন গাড়ি তোলার যন্ত্রাংশ! প্রোমোটারের আরও 'পাকামি' সামনে আসতেই চমকে উঠছেন ইঞ্জিনিয়াররা
বাড়ি তুলতে গাড়ি তোলার যন্ত্রাংশ!Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 16, 2025 | 2:16 PM

কলকাতা: একটা দশ বছরের পুরনো আবাসন। বাঘাযতীনের শুভ অ্যাপার্টমেন্ট ভেঙে পড়ার ঘটনার আকস্মিকতায় হেলে গিয়েছে গোটা শহর কলকাতা। অবৈধ নির্মাণ তো বটেই,  অভিযোগ আরও ভয়ানক। আবাসন সামান্য বেঁকে যাওয়ার পর লিফটিংয়ের কাজ চলছিল। আর সেটাও হচ্ছিল পৌরসভার অনুমতি না নিয়েই। আর সেই লিফটিংও কিনা হয়েছে গাড়ির তোলার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয়, তা দিয়ে।তেমনই বিস্ফোরক দাবি করলেন মেয়র ফিরহাদ হাকিম।

বৃহস্পতিবার ভেঙে পড়া আবাসনটি পুরোটাই ভেঙে ফেলার কাজ চলছে। সেই কাজ পরিদর্শনে যান ফিরহাদ। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “এটা একটা ইঞ্জিনিয়ারিং ফল্ট হয়েছে। পৌরসভাকে না জানিয়ে প্রোমোটার নিজে পাকামি করেছে। বোধহয় হরিয়ানা থেকে কাউকে নিয়ে এসেছিলেন। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের পরামর্শ না নিয়ে কাজ করা হচ্ছিল। বাড়িটা একটুখানি বেঁকে ছিল। সেটাকে সোজা করতে গিয়েছিলেন। সেই করতে গিয়ে এত বড় বিপর্যয়।” তিনি অভিযোগ করেন, “রড কেটেছে, গাড়ি ওঠানোর জগ দিয়ে তুলতে গিয়েছে। এত বড় বিপর্যয় হয়েছে। যাঁরা ফ্ল্যাট কিনেছিলেন, সর্বহারা অবস্থা।”

সমস্যা রয়েছে আরও এক জায়গায়। সেটা মাটির চরিত্রের সমস্যা। ফিরহাদ বললেন, “হরিয়ানায় হার্ড সয়েল। আর এখানে গঙ্গামাটি। নরম মাটি। একটুতে জল পড়লেই নরম হয়ে যায়। রাস্তাও তাই ঢুকে যায়। সংস্থার লোক তো হার্ড সয়েল ভেবেই করতে গিয়েছে এখানে, তাতেই এই পরিণতি।”

প্রসঙ্গত, বাড়ি তোলার জন্য ‘নায়াগ্রা লিফটিং’ নামে একটি সংস্থার সঙ্গে ডিল করেছিলেন অভিযুক্ত প্রোমোটার। সেই প্রোমোটারই নাকি গাড়ি তোলার যন্ত্রাংশ দিয়ে বাড়ি তুলছিলেন।

স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস বুঝিয়েছিলেন লিফটিং আদতে কীভাবে সম্ভব? আর সেটা করার ক্ষেত্রে তিনি উদাহরণ দিয়েছিলেন।  রাস্তায় যদি গাড়ি খারাপ হয়ে যায়, চার চাকার গাড়ি। তখন গাড়ির পিছনে যে স্টেপনি থাকে, যে চাকাটা খারাপ হয়েছে, সেটা খোলার জন্য আলাদা একটা হাইড্রোলিক জ্যাক থাকে। সেটা দিয়ে যে চাকাটা খারাপ হয়েছে, তাকে তোলা হয়। তারপর খুলে ভাল চাকা লাগিয়ে ভালো করে টাইট করে হাইড্রোলিক জ্যাকটাকে খুলে নেওয়া হয়। বাড়ির তোলার ক্ষেত্রে এই যন্ত্রাংশ আরও উন্নতর ও ভারবহনকারী।  কিন্তু প্রোমোটার যে সংস্থাকে দিয়ে কাজ করিয়েছেন, তাঁর কর্মীরা যে সত্যি সত্যি গাড়ি তোলার যন্ত্রাংশ দিয়েই বাড়ি তুলছিলেন, তা  ভেবেই স্তম্ভিত পুরকর্তা থেকে শুরু করে ইঞ্জিনিয়াররা।