ISL 2025-26: আইএসএলের ভবিষ্যৎ কী? ফেডারেশনের যুক্তি…
Indian Super League: পরিস্থিতি সামাল দিতে বিবৃতি জারি করল সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনও। সুপ্রিম কোর্টে বল ঠেলল ফেডারেশন। সর্বভারতীয় ফুটবল সংস্থার যুক্তি, এফএসডিএলের সঙ্গে চুক্তি নবীকরণের পথে তারা হাঁটলেও, সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত তারা সেই পথে হাঁটতে পারছে না।

ইন্ডিয়ান সুপার লিগের ভবিষ্যৎ কী? তা নিয়ে সংশয়। এ মরসুমে আইএসএল হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গতকালই ফেডারেশনের ঘাড়ে দোষ চাপিয়ে ক্লাবগুলোকে চিঠি পাঠায় এফএসডিএল। যেখানে পরিষ্কার বলা হয়েছিল, ফেডারেশনের সঙ্গে তাদের চুক্তি নবীকরণ না হওয়ায় এ মরসুমের আইএসএল করা যাচ্ছে না। ক্লাবগুলোকে এই চিঠি পাঠানোর পরই আশঙ্কা। বেশ কিছু ক্লাব তাদের প্রাক মরসুম প্রস্তুতিও পিছিয়ে দিয়েছে। আইএসএলের ভবিষ্যৎ কী?
পরিস্থিতি সামাল দিতে বিবৃতি জারি করল সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনও। সুপ্রিম কোর্টে বল ঠেলল ফেডারেশন। সর্বভারতীয় ফুটবল সংস্থার যুক্তি, এফএসডিএলের সঙ্গে চুক্তি নবীকরণের পথে তারা হাঁটলেও, সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত তারা সেই পথে হাঁটতে পারছে না। নিজেদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে আইএসএল চালানোর জন্য সমস্ত পদক্ষেপ নেওয়ার ব্যাপারেও ক্লাবগুলোকে আশ্বস্ত করেছে ফেডারেশন।
অনেকেই আশাবাদী সব জটিলতা মিটে, আইএসএল শুরু করা যাবে। এর উপর অনেক কিছুই নির্ভর করছে। এফএসডিএলের সবচেয়ে বেশি অস্বস্তি, অনেক ক্লাবই বেশ কিছু নতুন বিদেশি প্লেয়ার সই করিয়েছে। স্বাভাবিক ভাবেই আর্থিক দিক থেকেও প্রবল সমস্যায় পড়তে পারে ক্লাবগুলি। অপেক্ষা এখন ফেডারেশন কী ভাবে এই জটিলতা থেকে বেরিয়ে এফএসডিএলের সঙ্গে চুক্তি এবং লিগ শুরু করার।
