POR vs GHA FIFA WC Match Preview: বিশ্বকাপের মঞ্চে রোনাল্ডোদের বিরুদ্ধে অঘটন ঘটাতে তৈরি ঘানা

Portugal vs Ghana FIFA world Cup 2022: খাতায় কলমে দূর্বল প্রতিপক্ষ ঘানার বিরুদ্ধে আজ বিশ্বকাপ যাত্রা শুরু করছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল।

POR vs GHA FIFA WC Match Preview: বিশ্বকাপের মঞ্চে রোনাল্ডোদের বিরুদ্ধে অঘটন ঘটাতে তৈরি ঘানা
POR vs GHA FIFA WC Match Preview: বিশ্বকাপের মঞ্চে রোনাল্ডোদের বিরুদ্ধে অঘটন ঘটাতে তৈরি ঘানা
Follow Us:
| Edited By: | Updated on: Nov 24, 2022 | 8:00 AM

দোহা: এ বারের বিশ্বকাপে (FIFA World Cup 2022) বাড়তি নজর রয়েছে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের দিকে। কাতার বিশ্বকাপের শুরুটা মোটেও ভালো হয়নি লিওনেল মেসির আর্জেন্টিনার। আজ দেখার এ বারের বিশ্বকাপের শুরুটা কেমন করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) পর্তুগাল (Portugal)। ঘানার বিরুদ্ধে আজ গ্রুপ-এইচের ম্যাচে নামবেন রোনাল্ডো-ব্রুনোরা। বিশ্বকাপে এখনও এক বারও সফল হয়নি পর্তুগাল। এ বারই হয়তো শেষ বিশ্বকাপে খেলতে চলেছেন পর্তুগিজ অধিনায়ক রোনাল্ডো। বিশ্বকাপে খেলতে আসার ঠিক আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড নিয়ে বিস্ফোরক মন্তব্য করে ফুটবল মহলে শোরগোল ফেলে দিয়েছিলেন সিআর সেভেন। সদ্য ম্যান ইউয়ের সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন রোনাল্ডোও। ক্লাব কেরিয়ার নিয়ে রীতিমতো টালমাটাল চললেও, রোনাল্ডো সেই সব নিয়ে ভাবছেন না। তাঁর ফোকাসে বিশ্বকাপ। খাতায় কলমে দূর্বল প্রতিপক্ষ ঘানার বিরুদ্ধে নামলেও পর্তুগালের সতর্ক থাকা উচিত। কারণ, এ বারের বিশ্বকাপ ইতিমধ্যেই অঘটন ঘটানো শুরু করে দিয়েছে। পর্তুগাল বনাম ঘানা ম্যাচের প্রিভিউ তুলে ধরল TV9Bangla

ঘানা শিবিরে কোনও চোট আঘাতের সমস্যা নেই। পর্তুগালের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে নামার আগে যা ওট্টো আড্ডোর কাছে কিছুটা স্বস্তির। ২০০৬ সালে ঘানার হয়ে বিশ্বকাপ খেলা ওট্টো আড্ডো রোনাল্ডোদের বিরুদ্ধে নামার আগে অনেক অঙ্ক কষছেন। সৌদি আরব বনাম আর্জেন্টিনা ম্যাচের ফলাফলও হয়তো মাথায় রাখছেন। কারণে, আর্জেন্টিনার মতো শক্তিশালী দেশকে এ বারের বিশ্বকাপের শুরুতেই হারিয়ে সৌদি প্রমাণ করে দিয়েছে, যে দলকে দূর্বল ভাবা হচ্ছে, তারাও চমকে দেওয়ার ক্ষমতা রাখে। এই নিয়ে অষ্টম বার বিশ্বকাপে অংশ নিতে চলেছে পর্তুগাল। অন্যদিকে ঘানার চতুর্থ বিশ্বকাপ খেলতে নামছে। এই গ্রুপে পর্তুগাল, ঘানার পাশাপাশি রয়েছে উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া।

১৯৬৬ সালের বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করেছিল পর্তুগাল। ২০১৬ সালে ইউরো কাপ জিতেছিল পর্তুগাল এর পর ২০১৯ সালে উয়েফা নেশন্স লিগেও ট্রফি নিয়ে ফিরেছিল পর্তুগাল। বিশ্বকাপের স্বপ্নটা এখনও অধরা পর্তুগালের। সিআর সেভেন ছাড়াও দলে রয়েছে এক ঝাঁক তরুণ তারকারা। বার্নান্ডো সিলভা, ব্রুনো ফার্নান্ডেজ, রুবেন নেভেসদের দিকেও নজর থাকবে।

২০১৮ সালের বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি ঘানা। কাতার বিশ্বকাপে নামার আগে ঘানার পারফর্ম্যান্স কিন্তু যথেষ্ট ভালো ছিল। পর্তুগালের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে নামার আগে আট ম্যাচের মধ্যে ৭টি ম্যাচে জিতেছে ঘানা। সেই ছন্দই ধরে রাখতে চায় ঘানা। তাই আফ্রিকার দেশটি পর্তুগালের বিরুদ্ধে নামার আগে বাড়তি সতর্ক থাকবে। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে শেষ বার মুখোমুখি হয়েছিল পর্তুগাল ও ঘানা। সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন রোনাল্ডো। এবং জিতেছিল পর্তুগাল। এ বারের বিশ্বকাপের প্রথম ম্যাচেই পর্তুগালের মুখে নামার সময় রোনাল্ডোকে নিয়ে আলাদা পরিকল্পনা নিশ্চিতভাবে থাকবে আফ্রিকার দেশটি।

ম্যাচ: পর্তুগাল বনাম ঘানা, গ্রুপ এইচ

ভেনু: ৯৭৪ স্টেডিয়াম, দোহা

সময়: আজ রাত ৯.৩০