অপ্রতিরোধ্য ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে ২-০ ব্যবধানে লেস্টার সিটিকে (Leicester City) হারাল ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। লেস্টার সিটির ঘরের মাঠে তাদের হারালেন জেসুসরা। এই নিয়ে টানা ১৫ টি অ্যাওয়ে ম্যাচে অপরাজিত গুয়ার্দিওলারা ছেলেরা। ৩১ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার এক নম্বরে রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি।
Most Read Stories