ISL 2021-22: নতুন বছরে ভাগ্য বদলানোর আশায় লাল-হলুদ

লিগ চেবিলের একেবারে নীচে থাকা দলের মনোবলও তলানিতে এসে ঠেকেছে। কোচ রেনেডি সিং বলেন, 'হায়দরাবাদ এফসির (Hyderabad FC) বিরুদ্ধে আমরা ভালো খেলি। আশা করি বেঙ্গালুরু ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াব। কোনও দলই চায়না এ রকম পরিস্থিতির শিকার হতে। আমাদের কাছে কঠিন চ্যালেঞ্জ। তবে ঠিক ঘুরে দাঁড়াতে পারব।'

ISL 2021-22: নতুন বছরে ভাগ্য বদলানোর আশায় লাল-হলুদ
এসসি ইস্টবেঙ্গল। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Jan 04, 2022 | 9:00 AM

ব্যাম্বোলিম: টানা ৮ ম্যাচে পয়েন্ট নষ্ট, কোচ বদল- সব মিলিয়ে কোণঠাসা লাল-হলুদ। আজ সন্ধেয় বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) বিরুদ্ধে নামছে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। মারিও রিভেরা (Mario Rivera) শিবিরে যোগ দিলেও কোভিড বিধি মেনে তাঁকে এখন কোয়ারান্টিনে থাকতে হবে। ডাগ আউটে থাকবেন সহকারী কোচ রেনেডি সিং (Renedy Singh)।

আইএসএলে (ISL) একটা ম্যাচেও জয়ের দেখা পায়নি লাল-হলুদ। গত বার নতুন বছরেই প্রথম জয়ের দেখা পেয়েছিল মশাল বাহিনী। এ বারও সেই আশাতেই এসসি ইস্টবেঙ্গল। মানোলো দিয়াজকে (Jose Manuel Diaz) বরখাস্ত করার পর লাল-হলুদের ভাগ্য খোলে কিনা সে দিকে তাকিয়ে টিম ম্যানেজমেন্টও। চোট-আঘাতে অনেক দিন ধরেই মিনি হাসপাতাল এসসি ইস্টবেঙ্গল। চোটের তালিকায় ফ্রাঞ্জো পর্চে, ড্যারেন সিডুল, জ্যাকিচাঁদ সিং, রাজু গায়কোয়াড়। সাসপেন্ড থাকায় খেলতে পারবেন না অ্যান্টোনিও পেরোসেভিচ (Antonio Perosevic)।

লিগ চেবিলের একেবারে নীচে থাকা দলের মনোবলও তলানিতে এসে ঠেকেছে। কোচ রেনেডি সিং বলেন, ‘হায়দরাবাদ এফসির (Hyderabad FC) বিরুদ্ধে আমরা ভালো খেলি। আশা করি বেঙ্গালুরু ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াব। কোনও দলই চায়না এ রকম পরিস্থিতির শিকার হতে। আমাদের কাছে কঠিন চ্যালেঞ্জ। তবে ঠিক ঘুরে দাঁড়াতে পারব।’

খারাপ ফলের প্রভাব পড়েছে ফুটবলারদের চেহারাতেও। তা স্বীকারও করে নেন রেনেডি সিং। বেঙ্গালুরুর সুনীল ছেত্রী যে কোনও সময় ফ্যাক্টর হতে পারেন। সেটা ভালোই জানেন লাল-হলুদের সহকারী কোচ। চলতি আইএসএলে বর্ষীয়ান স্ট্রাইকার ছন্দে না থাকলেও যে কোনও সময় বিধ্বংসী হয়ে উঠতে পারেন। এসসি ইস্টবেঙ্গলের রক্ষণও দুর্বল। আক্রমণ তথৈবচ। কোচ বদলের পর নতুন বছরে লাল-হলুদের পারফরম্যান্সে কোনও বদল হয় কিনা, সেটাই এখন দেখার।

আরও পড়ুন: জিভার সাদা ঘোড়াকে খাওয়াচ্ছেন ধোনি, দেখুন ভাইরাল ছবি