ISL 2021-22: নতুন বছরেও জয় অধরা লাল-হলুদের

বছর পাল্টে যায়, কোচ বদলে যায়। তবু ছবিটা এক থেকে যায়। আইএসএলে ৯ ম্যাচ পরেও জয় অধরা লাল-হলুদের। চলতি আইএসএলে এখনও জয়ের দেখা পেল না এসসি ইস্টবেঙ্গল।

ISL 2021-22: নতুন বছরেও জয় অধরা লাল-হলুদের
ISL 2021-22: নতুন বছরেও জয় অধরা লাল-হলুদের
Follow Us:
| Edited By: | Updated on: Jan 04, 2022 | 9:43 PM

কৌস্তভ গঙ্গোপাধ্যায়

এসসি ইস্টবেঙ্গল ১ : বেঙ্গালুরু এফসি ১ (হাওকিপ ২৮) (সৌরভ আত্মঘাতী ৫৫)

বছর পাল্টে যায়, কোচ বদলে যায়। তবু ছবিটা এক থেকে যায়। আইএসএলে ৯ ম্যাচ পরেও জয় অধরা লাল-হলুদের। চলতি আইএসএলে এখনও জয়ের দেখা পেল না এসসি ইস্টবেঙ্গল। নতুন কোচ মারিও রিভেরা শিবিরে যোগ দিলেও কোভিডবিধি মেনে এখন কোয়ারান্টিনে। সহকারী কোচ রেনেডি সিংই ছিলেন ডাগ আউটে। শুরুতে এগিয়ে গিয়েও শেষমেশ ৩ পয়েন্ট তুলতে ব্যর্থ এসসি ইস্টবেঙ্গল। বেঙ্গালুরুর সঙ্গে ১-১ গোলে ড্র।

ফ্রাঞ্জো পর্চে (Franjo Prce), ড্যারেন সিডুল (Darren Sidoel) এখনও চোট সারিয়ে উঠতে পারেননি। পেরোসেভিচ (Antonio Perosevic) নির্বাসিত। হাতে তিন বিদেশি। তার মধ্যে আমির দের্ভিসেভিচকে (Amir Dervisevic) বেঞ্চে রেখেই দল সাজান রেনেডি সিং (Renedy Singh)। মানোলোর কোচিংয়ে প্রথম এগারোয় সুযোগ না পাওয়া আদিল খান এ দিন শুরু থেকে খেললেন ডিফেন্সে। ২৮ মিনিটেই ১-০ এগিয়ে যায় এসসি ইস্টবেঙ্গল। আঙ্গুসানার ফ্রিকিক থেকে দুরন্ত হেডে গোল করে যান সেমবোই হাওকিপ (১-০)। তার আগেও গোল করার সুযোগ এসেছিল লাল-হলুদের কাছে। হামতে আর হাওকিপের বোঝাপড়ার অভাবে তা হয়নি। ৩৬ মিনিটে বেঙ্গালুরুর অ্যালান কোস্তার হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৪১ মিনিটে গোলের সুযোগ হারান চিমা। একেবারে শেষ লগ্নে গোল পরিশোধের সুযোগ পেয়ে যায় বেঙ্গালুরু এফসি। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রচেষ্টা ব্যর্থ হয়।

দ্বিতীয়ার্ধে সুনীল ছেত্রীকে মাঠে নামিয়ে শুরু থেকেই আক্রমণে যাওয়ার চেষ্টা চালায় বেঙ্গালুরু এফসি। ৫৫ মিনিটে তার ফল পেল পেজ্জাইউলির ছেলেরা। বিপক্ষের শট হেডে ক্লিয়ার করতে ব্যাক হেডে নিজের জালেই বল জড়িয়ে দেন সৌরভ দাস (১-১)। ৬২ মিনিটে মার্সেলাকে তুলে অঙ্কিতকে নামান রেনেডি। এ বারের আইএসএলে প্রথম ম্যাচ খেললেন অঙ্কিত। বাকি ৩০ মিনিট পূর্ণশক্তির বেঙ্গালুরুর বিরুদ্ধে এক বিদেশিতেই খেলল লাল-হলুদ। লড়াই চালালেন আদিল-হীরারা। দেখে মনে হল এই দলে একমাত্র বেমানান চিমা।

গত আইএসএলে অষ্টম ম্যাচে প্রথম জয় পেয়েছিল এসসি ইস্টবেঙ্গল। এবারে ৯টা ম্যাচ গড়িয়ে গেলেও জয়ের দেখা নেই। সব মিলিয়ে টানা ১৩ ম্যাচে জয় পায়নি লাল-হলুদ। কবে জয়ের দেখা পাবে এই দল, সেটাই লাখ টাকার প্রশ্ন।

এসসি ইস্টবেঙ্গল: অরিন্দম, হীরা, মার্সেলা (অঙ্কিত), আদিল, জয়েনার, সৌরভ, আঙ্গুসানা, হামতে (বিকাশ), নাওরেম (অমরজিত্‍), হাওকিপ, চিমা