Achraf Hakimi: ‘পরস্পরের পাশে দাঁড়ান’, ভূমিকম্প বিপর্যয়ে বার্তা মরক্কো ফুটবলার হাকিমির

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 09, 2023 | 8:46 PM

Achraf Hakimi-Morocco earthquake: এই ম্যাচ নিয়ে এখনও অবধি কোনও আপডেট নেই। ম্যাচটি হওয়ার কথা আগাদিরে। ভূমিকম্পের উৎসকেন্দ্র থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে এই শহর। ভূমিকম্পের তীব্রতা অনেকটাই বেশি। মরক্কোর বিশাল অংশ জুড়ে এর প্রভাব পড়েছে। শুক্রবার আগাদিরে পৌঁছে প্রস্তুতিও সেরেছেন মরক্কো ফুটবলাররা। প্রি-ম্যাচ প্রেস কনফারেন্সও হয়েছে। এরপরই এমন একটা ঘটনা, মরক্কো জুড়ে হাহাকার।

Achraf Hakimi: পরস্পরের পাশে দাঁড়ান, ভূমিকম্প বিপর্যয়ে বার্তা মরক্কো ফুটবলার হাকিমির
Image Credit source: twitter

Follow Us

আগাদির: বিশ্ব ফুটবলের মঞ্চে আলাদা করে জায়গা করে নিয়েছে মরক্কো। কাতার বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছিল তারা। সকলের প্রত্যাশার বাইরে চোখ ধাঁধানো পারফর্ম করেছিল মরক্কো ফুটবল টিম। তবে আপাতত এই দেশ শিরোনামে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে। ভয়াবহ ভূমিকম্প মরক্কোয়। ৮০০-র বেশি লোকের মৃত্যু হয়েছে এই বিপর্যয়ে। এমন পরিস্থিতিতে দেশের সকলের কাছে মরক্কোর তারকা ফুটবলার আশরফ হাকিমির বার্তা, পরস্পরের পাশে দাঁড়ান। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

শুক্রবার গভীর রাতে মরক্কোয় ভূমিকম্প হয়। আফ্রিকান নেশন্স কাপের কোয়ালিফাইং পর্বে নামার কথা মরক্কো ফুটবল টিমের। ভারতীয় সময় অনুযায়ী আজ মাঝরাতেই লাইবেরিয়ার বিরুদ্ধে ম্যাচ। কিন্তু মরক্কো টিমের মনোবল নড়ে গিয়েছে এমন ঘটনায়। সকলেই ব্যথিত। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে পরিচিত নাম আশরফ হাকিমি। মরক্কোর এই তারকা ফুটবলার বলেন, ‘আমরা কঠিন সময়ের মধ্যে রয়েছি। যতটা সম্ভব পরস্পরের পাশে দাঁড়াতে হবে। যাঁরা প্রিয় মানুষকে হারিয়েছেন, আমার সমবেদনা রইল।’

এই ম্যাচ নিয়ে এখনও অবধি কোনও আপডেট নেই। ম্যাচটি হওয়ার কথা আগাদিরে। ভূমিকম্পের উৎসকেন্দ্র থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে এই শহর। ভূমিকম্পের তীব্রতা অনেকটাই বেশি। মরক্কোর বিশাল অংশ জুড়ে এর প্রভাব পড়েছে। শুক্রবার আগাদিরে পৌঁছে প্রস্তুতিও সেরেছেন মরক্কো ফুটবলাররা। প্রি-ম্যাচ প্রেস কনফারেন্সও হয়েছে। এরপরই এমন একটা ঘটনা, মরক্কো জুড়ে হাহাকার।