কাতারের বিরুদ্ধে টিমগেম চান সুনীল

Jun 02, 2021 | 7:03 PM

কাল রাতে কাতারের বিরুদ্ধে প্রাক বিশ্বকাপের ম্যাচে নামবে ইগর স্টিমাচের টিম। বিশ্বকাপ অচেনা গ্রহ হলেও ২০২৩ সালের এশিয়া কাপে যোগ্যতা অর্জনের লক্ষ্য সামনে রেখে নামতে হবে ভারতকে।

কাতারের বিরুদ্ধে টিমগেম চান সুনীল
কাতারের বিরুদ্ধে টিমগেম চান সুনীল

Follow Us

দুবাই: কাতারের (Qatar) মতো এশিয়ার অন্যতম সেরা টিমকে যে আটকে দেওয়া যায়, আগেও প্রমাণ করেছে ভারত (India)। ওই পুরনো রেকর্ডকে সামনে রেখেই নিজেদের তাতাচ্ছেন সুনীল ছেত্রী (Sunil Chhetri), গুরপ্রীত সিং সান্ধুরা। কাল রাতে কাতারের বিরুদ্ধে প্রাক বিশ্বকাপের ম্যাচে নামবে ইগর স্টিমাচের টিম। বিশ্বকাপ অচেনা গ্রহ হলেও ২০২৩ সালের এশিয়া কাপে (Asia Cup) যোগ্যতা অর্জনের লক্ষ্য সামনে রেখে নামতে হবে ভারতকে।

ভারতের ক্যাপ্টেন সুনীল বলছেন, ‘এশিয়ার অন্যতম সেরা টিম কাতার। ওদের সাম্প্রতিক ম্যাচগুলো দেখলেই বোঝা যাবে, ইউরোপিয়ান ও দক্ষিণ আমেরিকান টিমগুলোর বিরুদ্ধে ওরা ভালো রেজাল্ট করছে। সেই ওদের বিরদ্ধেই কিন্তু শেষ ম্যাচটাতে আমরা ড্র করেছিলাম। কিন্তু কালকের ম্যাচটাতে ওরা সর্বস্ব নিয়ে ঝাঁপাবে। আমরা যদি টিমগেম খেলতে পারি, তা হলে ভালো কিছুর স্বপ্ন দেখা যেতেই পারে।’

গত তিন বছরের ট্র্যাক রেকর্ড যদি দেখা হয়, তা হলে ৩৫টা ম্যাচের মধ্যে ২১টা জিতেছে কাতার। ৬টা ড্র। বাকি আটটাতে হার। প্রাক বিশ্বকাপের ই গ্রুপে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। আয়োজক দেশ হিসেবে এমনিতেই তারা বিশ্বকাপ খেলবে। কিন্তু নিজেদের বিশ্বকাপের জন্য গুছিয়ে তোলার চেষ্টা করছে কাতার।

ভারতের কোচ স্টিমাচ বলছেন, ‘প্রতিপক্ষ যেই হোক না কেন, আমার টিম ভীষণ পেশাদার। কী ভাবে নিজেদের মোটিভেট করতে হয়, জানে খুব ভালো করে। মাঠে নেমে সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছে ছেলেরা।’

আরও পড়ুন: জুভেন্তাসের বিরদ্ধে গোলটা সেরা, বলছেন রোনাল্ডো

Next Article