জুভেন্তাসের বিরদ্ধে গোলটা সেরা, বলছেন রোনাল্ডো

একদিকে ইউরো কাপ ধরে রাখার চ্যালেঞ্জ। অন্য দিকে, সবচেয়ে আন্তর্জাতিক গোলের হাতছানিও। সব মিলিয়ে এই ইউরো কার রোনাল্ডোর কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ হতে চলেছে।

জুভেন্তাসের বিরদ্ধে গোলটা সেরা, বলছেন রোনাল্ডো
সৌজন্যে-টুইটার
Follow Us:
| Updated on: Jun 02, 2021 | 6:21 PM

তুরিন: ক্লাবের হয়ে ট্রফির ছয়লাপ। কিন্তু ইউরো কাপ (Euro Cup) জেতা তাঁর কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রফি। পর পর দুটো ইউরো কাপে দেশের নেতৃত্ব দেওয়া তাঁর কাছে ভীষণ আবেগঘন। কেরিয়ার জুড়ে ৭৭৭টা গোল করেছেন। ২০১৭-১৮ মরসুমের চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের (Real Madrid) হয়ে জুভেন্তাসের (Juventus) বিরুদ্ধে করা গোলটাই তাঁর সেরা। ইউরো কাপে নেমে পড়ার আগে এমনই খোলামেলা রোনাল্ডো (Cristiano Ronaldo)।

একদিকে ইউরো কাপ ধরে রাখার চ্যালেঞ্জ। অন্য দিকে, সবচেয়ে আন্তর্জাতিক গোলের হাতছানিও। সব মিলিয়ে এই ইউরো কার রোনাল্ডোর কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ হতে চলেছে। বলেছেন, ‘গত ইউরো কাপের শুরুতে দারুণ খেলছিলাম। কিন্তু তার পর চোট পেয়ে যাই। যে কারণে আমি ফাইনালটা পুরো খেলতে পারিনি। তার পরও আমরা ট্রফিটা জেতার পর কান্নায় ভেঙে পড়েছিলাম। ওই মাত্রায় খুশি আর কখনও হইনি। কারণ, ওটাই ছিল আমার কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রফি। গত বারের মতো এ বারও আমি নেতৃত্ব দেব দেশের। এটা যেমন বিরাট সম্মানের, তেমনই ট্রফিটা জেতাও গুরুত্বপূর্ণ।’

কেরিয়ারে সব মিলিয়ে ৭৭৭ গোল করেছেন সিআর সেভেন। মজার কথা হল, তাঁর জার্সি নম্বরও ৭। এত গোলের মধ্যে থেকে কোনটাকে সেরা বাছবেন রোনাল্ডো? পর্তুগিজ ফুটবলারের কথায়, ‘২০১৭-১৮ মরসুমে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের হয়ে আমার এখনকার টিম জুভেন্তাসের বিরদ্ধে যে গোলটা করেছিলাম, ওটাই আমার সেরা গোল। আমার অত্যন্ত প্রিয় বন্ধু ও গ্রেট গোলকিপার বুঁফোকে টপকে করেছিলাম গোলটা।’

আরও পড়ুন: দীর্ঘদিন পর টেস্ট খেলার জন্য উৎসুক মিতালি-ঝুলনরা