FIFA Women’s World Cup 2023: মেয়েদের বিশ্বকাপে চার বারের চ্যাম্পিয়ন আমেরিকাকে হারিয়ে অঘটন ঘটাল সুইডেন, শেষ আটে ডাচরা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 07, 2023 | 8:39 AM

Women's World Cup: মেয়েদের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ডাচরা খেলবে স্পেনের বিরুদ্ধে। অন্যদিকে শেষ আটে সুইডিশদের প্রতিপক্ষ জাপান।

FIFA Womens World Cup 2023: মেয়েদের বিশ্বকাপে চার বারের চ্যাম্পিয়ন আমেরিকাকে হারিয়ে অঘটন ঘটাল সুইডেন, শেষ আটে ডাচরা
FIFA Women's World Cup 2023: মেয়েদের বিশ্বকাপে চার বারের চ্যাম্পিয়ন আমেরিকাকে হারিয়ে অঘটন ঘটাল সুইডেন, শেষ আটে ডাচরা

Follow Us

নয়াদিল্লি: মহিলাদের ফুটবল বিশ্বকাপে (FIFA Women’s World Cup 2023) অঘটন ঘটাল সুইডেন (Sweden)। শেষ ১৬ থেকে বিদায় নিল চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন আমেরিকা (USA)। মেয়েদের বিশ্বকাপের সবচেয়ে সফল দল যুক্তরাষ্ট্র। তাদের নাটকীয় টাইব্রেকারে হারিয়ে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছে সুইডিশরা। এই প্রথম বার সেমিফাইনালের আগে বিশ্বকাপ যাত্রা শেষ হল আমেরিকার। অন্যদিকে, দিনের অপর ম্যাচে প্রথম বার মেয়েদের বিশ্বকাপের শেষ-১৬তে ওঠা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শেষ আটে পৌঁছে গিয়েছে নেদারল্যান্ডস (Netherlands)। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

মেলবোর্ন রেক্টাঙ্গুলার স্টেডিয়ামে রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে মুখোমুখি হয়েছিল সুইডেন ও আমেরিকা। বল দখলের লড়াই থেকে শুরু করে লক্ষ্যে শট রাখা সব দিকেই এগিয়ে ছিল চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন আমেরিকা। কিন্তু সুইডিশ গোলকিপার জেসিরা মুসোভিচের অনবদ্য পারফরম্যান্স যুক্তরাষ্ট্রকে পুরো ম্যাচে কোনও গোলের সুযোগ দেয়নি। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও দুই দল কোনও গোল করতে পারেনি। শেষ অবধি ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে একটা সময় ৩-২ এগিয়ে ছিল আমেরিকা। এর পর গোল মিস করতে থাকে চার বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। টাইব্রেকারে গোল করতে পারেননি আমেরিকার সব চেয়ে বড় তারকা মেগান রাপিনো এই ম্যাচের টাইব্রেকারেও কম নাটক হয়নি। পাঁচ শটে ম্যাচের ফয়সলা না হওয়ায় সাডেন ডেথে ম্য়াচের ফয়সলা হয়।

সাডেন ডেথের প্রথম শটে সুইডেন ও আমেরিকা গোল পায়। কেলি ও’হারার নেওয়া আমেরিকার সপ্তম শটটি ডান দিকের পোস্ট আটকে যায়। এরপর সুইডেনের লিনা হারটিগের নেওয়া শট প্রায় ফিরিয়ে দিয়েছিলেন আমেরিকার গোলকিপার। বল তাঁর হাতে লাগলেও তা ফের গোলের দিকে এগিয়ে যায়। মরিয়া মার্কিন গোলকিপার দ্বিতীয় প্রচেষ্টায় ফিরিয়ে দেন বল। কিন্তু ভিএআরে সেই গোলটি বৈধ বলে জানানো হয়। যার ফলে পেনাল্টি শুটআউটে ৫-৪ ব্যবধানে জেতে সুইডেন।

অন্যদিকে, শেষ-১৬-র লড়ইয়ে সিডনির আলিয়াঞ্জ স্টেডিয়ামে প্রোটিয়াদের বিরুদ্ধে শুরুটা দারুণ করেছিল নেদারল্যান্ডস। মাত্র ৯ মিনিটে এগিয়ে যায় ডাচরা। প্রথম গোল করেন জিল রোর্ড। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১-০ এগিয়ে প্রথমার্থ শেষ করে নেদারল্যান্ডস। এরপর দ্বিতীয়ার্ধে ৬৮ মিনিটে ডাচদের হয়ে দ্বিতীয় গোল করেন লিনেথ। এই গোলের পিছনে অবদান যত না ডাচদের, তার থেকে বেশি দক্ষিণ আফ্রিকার গোলকিপার সোয়ার্টের। কারণ হাতে আসা বল তিনি নিয়ন্ত্রণ করতে পারেননি। এরপর ৮০ মিনিটে তৃতীয় গোল করে ডাচরা। কিন্তু অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়ে যায়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পুরো ম্যাচ জুড়ে অনবদ্য পারফর্ম করেছেন ডাচদের গোলরক্ষণ ফন ডোমসেলার। এ বার মেয়েদের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ডাচরা খেলবে স্পেনের বিরুদ্ধে। অন্যদিকে শেষ আটে সুইডিশদের প্রতিপক্ষ জাপান।

Next Article