৭ বছরের সন্তানকে ফেলে দেশ ছাড়া মেসি, অবশেষে কারণ আনলেন সামনে
Messi: সির চোখের মণি। তাকে কাছছাড়া করতে চাইত না যে তারকা, সে বর্তমানে অভিভাবকের পথ চেয়ে সুদূরে বসে। কেন তিনি সঙ্গে রাখছেন না হাল্ককে? উঠছে প্রশ্ন। প্রিয় পোষ্য রাতারাতি কীভাবে পর হয়ে গেল! কেনই বা সে পরে রইল মেসির পুরোনো ঠিকানায়?
তিনি আর্জেন্টাইন সুপারস্টার। তিনি লিওনেল মেসি। যাঁর লক্ষ্য-লক্ষ্য ভক্তের সংখ্যা। লাইম লাইটে যিনি প্রতিটা মুহূর্তে। মাঠে একের পর এক গোল, গ্যালারিতে তখন দর্শকদের উচ্ছ্বাস। যদিও ব্যক্তিজীবন তাঁর বেশ সাদামাটা। সেলিব্রিটি হলেও তিনি মাঝে মধ্যে পরিবারের নানা ছবি সামনে এনে থাকেন। কখনও তাঁর দুই সন্তানের সঙ্গে খুনসুটির ছবি, কখনও আবার ভাইরাল হয় তাঁর পোষ্যের সঙ্গে বিশেষ মুহূর্ত। নাম হাল্ক। ছোট্ট থেকে যেন নেটিজেনদের চোখের সামনেই বড় হয়েছে সে। মেসির চোখের মণি। তাকে কাছছাড়া করতে চাইত না যে তারকা, সে বর্তমানে অভিভাবকের পথ চেয়ে সুদূরে বসে। কেন তিনি সঙ্গে রাখছেন না হাল্ককে? উঠছে প্রশ্ন। প্রিয় পোষ্য রাতারাতি কীভাবে পর হয়ে গেল! কেনই বা সে পরে রইল মেসির পুরোনো ঠিকানায়?
View this post on Instagram
খেলার সূত্রে মায়ামিতে এখন মেসি। ইন্টার মায়ামি তাঁর বর্তমান ঠিকানা। হাল্ক ডি বোর্দো জাতের সারমেয়। অন্যতম ব্যয়বহুল সারমেয় জাতের মধ্যে অন্যতম। তাকে যত্নও করতে হয় বিশেষভাবে। ফলে মন চাইলেও হাল্কের স্বাস্থ্যের কথা ভেবে এই সিদ্ধান্ত নিতে পারছেন না মেসি। আবহাওয়া থেকে শুরু করে, জার্নি, সবটাই মাথায় রাখতে হচ্ছে তাকে। হাল্কের কথা ভেবেই হাল্ককে দূরে রাখার সিদ্ধান্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে হাল্ক প্রসঙ্গে মেসি জানান, তিনি সাত বছরের হাল্কে দূরে রাখতে বাধ্য হচ্ছেন, কারণ এদের স্বাস্থ্যের ভীষণ খেয়াল রাখতে হয়। হার্টের সমস্যা দেখা যায়, সঙ্গে হিপ ডিসপ্লাসিয়াও হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই সমস্যাগুলোও এদের ক্ষেত্রে বাড়তে থাকে বলেও জানান মেসি।
View this post on Instagram
এই হাল্ককে যখন প্রথম বাড়িতে এনেছিলেন, সকলের সঙ্গে তার পরিচায় করিয়ে ছিলেন মেসি। লিখেছিলেন, ‘আমার পরিবারের নতুন সদস্যকে স্বাগত। ধন্যবাদ, এক সুন্দর উপহার।’ মেসির ভক্তরাও তার অভাব অনুভব করে, দুজনের মিষ্টি মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই ভাইরাল হয়ে যায়। অনেকেই অভিমান করেছিলেন, কেন হাল্ককে ফেলে মেসি দূরে রয়েছেন? এতদিন পর মিলল তারই উত্তর।