Emi Martinez: বিশ্বকাপজয়ী গোলকিপার এমিকে ‘গোল্ডেন গ্লাভ’ দিচ্ছে শ্রীভূমি!

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 03, 2023 | 10:06 PM

Emi Martinez at Kolkata: কাতার বিশ্বকাপে অনবদ্য পারফরম্যান্সের জেরে গোল্ডেন গ্লাভস জিতেছেন আর্জেন্টিনার গোলকিপার। এমির জন্য শ্রীভূমির তরফেও বিশেষ উপহার থাকছে।

Emi Martinez: বিশ্বকাপজয়ী গোলকিপার এমিকে গোল্ডেন গ্লাভ দিচ্ছে শ্রীভূমি!
Image Credit source: OWN Photograph

Follow Us

দীর্ঘ ৩৬ বছরের ব্যবধানে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। কাতারে স্বপ্নপূরণ হয়েছে বিশ্ব ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসির। এর নেপথ্যে বড় ভূমিকা রয়েছে এমিলিয়ানো মার্টিনেজের। আলাদা করে বলতে হয় কাতার বিশ্বকাপ ফাইনালের কথা। সেই এমি মার্টিনেজ কলকাতায়। এই শহর থেকে এমি যাতে শুধুমাত্র ভালো স্মৃতি নিয়ে ফিরতে পারেন, সেই চেষ্টায় ত্রুটি রাখা হচ্ছে না। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আজই শহরে পৌঁছেছেন এমি। আগামী কাল মিলনমেলায় একটি অনুষ্ঠানে যোগ দেবেন। বিকেলে যাবেন মোহনবাগানে। সেখানে পেলে-মারাদোনা-গ্যারি সোবার্স নামাঙ্কিত গেট উদ্বোধন করবেন। মোহনবাগান অলস্টার ইলেভেন এবং পুলিশের টিমের ম্যাচও দেখবেন এমি। পুরো মাঠ প্রদক্ষিণ করবেন, ফলে গ্যালারিতে সমর্থকরা অনেকটা কাছ থেকে এমিকে দেখার সুযোগ পাবেন।

বুধবার শ্রীভূমি ক্লাবে যাবেন এমি মার্টিনেজ। সেখানে তাঁর জন্য বিশেষ ব্যবস্থা থাকছে। রাজ্যের মন্ত্রী সুজিত বসু জানালেন, বুধবার সকাল ১১টা নাগাদ বাইপাসের ধারে মারাদোনার মূর্তিতে মালা দেবেন এমিলিয়ানো মার্টিনেজ। এরপর যাবেন শ্রীভূমির মাঠে। সেখানে প্রায় দু-হাজার ফুটবল প্রেমী এমিলিয়ানো মার্টিনেজকে দেখার সুযোগ পাবেন।

কাতার বিশ্বকাপে অনবদ্য পারফরম্যান্সের জেরে গোল্ডেন গ্লাভ জিতেছেন আর্জেন্টিনার গোলকিপার। এমির জন্য শ্রীভূমির তরফেও বিশেষ উপহার থাকছে। সুজিত বসু বলেন, ‘বিমানবন্দরের বাইরে এত লোক অপেক্ষা করছে, এমি প্রথমে ভাবতেই পারেনি। ওর নানা অনুষ্ঠানে যোগ দেওয়ার রয়েছে। বুধবার মারাদোনার মূর্তিতে মালা দেওয়ার পর আমাদের মাঠে যাবে। সেখানে পাঁচজন করে পেনাল্টি শুটআউটের একটা ব্যবস্থা থাকছে। পুরস্কার বিতরণ হবে। আমাদের তরফে এমিকে একটা বিশেষ গ্লাভ দেওয়া হবে।’ শ্রীভূমির তরফে যে স্মারক প্রস্তুত রাখা হয়েছে, তা গোল্ডেন গ্লাভের মতোই। মুখে স্মিত হাসি নিয়ে সুজিত বসু বলেন, ‘কাতারে ফিফা ওকে গোল্ডেন গ্লাভ দিয়েছে, এখানে শ্রীভূমি ক্লাব গোল্ডেন গ্লাভ দেবে।’

Next Article