কলকাতা: প্যারিস প্যারালিম্পিকে (Paris Paralympics 2024) ভারতীয় অ্যাথলিটরা সোনা-রুপো-ব্রোঞ্জ পাচ্ছেন ঝুলি ভর্তি করে। আপাতত প্যারালিম্পিকের পদক তালিকায় ১৪ নম্বরে ভারত। দেশের প্যারা অ্যাথলিটরা এখনও অবধি পেয়েছেন ৬টি সোনা, ৯টি রুপো এবং ১১টি ব্রোঞ্জ। প্যারিস প্যারালিম্পিকে ভারতের মেডেল ইভেন্ট এখনও বাকি রয়েছে। দেশের প্যারা অ্যাথলিটদের পদক প্রাপ্তির সম্ভবনাও রয়েছে। প্যারিলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠান ৮ সেপ্টেম্বর। সেখানে ভারতের পতাকাবাহকের দায়িত্ব পেয়েছেন তিরন্দাজ হরবিন্দর সিং (Harvinder Singh) ও স্প্রিন্টার প্রীতি পাল (Preeti Pal)।
প্যারিস প্যারালিম্পিকে আর্চারিতে সোনা জিতেছেন হরবিন্দর সিং। অলিম্পিক এবং প্যারালিম্পিকের ইতিহাসে প্রথম ভারতীয় আর্চার যিনি এই মঞ্চে সোনা জিতেছেন। এর আগে টোকিও প্যারালিম্পিকে ব্রোঞ্জ পেয়েছিলেন হরবিন্দর। ৩৩ বছর বয়সী হরবিন্দর প্যারালিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে পতাকাবাহকের দায়িত্ব পেয়ে আপ্লুত। তিনি বলেন, ‘প্যারালিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে দেশের পতাকা উঁচুতে ওড়াতে পারব, এটা ভেবেই গর্ববোধ হচ্ছে। অনেকের স্বপ্ন থাকে এটা।’
২৩ বছরের স্প্রিন্টার প্রীতি প্যারিস প্যারালিম্পিকে জোড়া ব্রোঞ্জ পদক পেয়েছেন । সমাপ্তি অনুষ্ঠানে পতাকাবাহকের দায়িত্ব পেয়ে প্রীতি বলেন, ‘ভারতের পতাকা বাহক হয়ে সম্মানিত বোধ করছি। এটা শুধু আমার কাছেই গর্বের মুহূর্ত নয়। প্রতিটি প্যারা অ্যাথলিট, যাঁরা দেশকে গর্বিত করেছেন, তাঁদের কাছে এই মুহূর্তটা বিশেষ। প্যারালিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে ভারতীয় দলের হয়ে পতাকা বইতে পারব ভেবে রোমাঞ্চিত বোধ করছি।’
Harvinder Singh and Preethi Pal will be India’s flag-bearers at the #Paralympics2024 closing ceremony. Their achievements inspire us all! #Paris2024 #Cheer4Bharat@mansukhmandviya @IndiaSports @MIB_India @PIB_India @DDNewslive @ParalympicIndia @PCI_IN_Official @DDIndialive… pic.twitter.com/cjzyHvxloo
— Doordarshan Sports (@ddsportschannel) September 6, 2024