Vinesh Phogat: ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র… বিনেশ ফোগাট ইসুতে IOC-কে কাঠগড়ায় তুললেন বিজেন্দর সিং

Paris Olympics 2024: মঙ্গলবার প্যারিস গেমসে মেয়েদের ৫০ কেজি ফ্রি স্টাইল কুস্তির তিনটে বাউটে নেমেছিলেন বিনেশ ফোগাট। তার তিনটিতেই জিতে তিনি রুপো নিশ্চিত করেছিলেন। আজ, বুধবার সোনার লক্ষ্যে তাঁরা নামার কথা। কিন্তু রাতারাতি তাঁর ২ কেজি ওজন বেড়ে যাওয়ায় সমস্যা তৈরি হয়েছে।

Vinesh Phogat: ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র... বিনেশ ফোগাট ইসুতে IOC-কে কাঠগড়ায় তুললেন বিজেন্দর সিং
Follow Us:
| Updated on: Aug 07, 2024 | 1:41 PM

কলকাতা: আর মাত্র কয়েকঘণ্টা পর সোনার পদকের লক্ষ্যে প্যারিস গেমসে নামার কথা বিনেশ ফোগাটের (Vinesh Phogat)। সব যেন এক লহমায় বদলে গেল। হঠাৎ করেই জানা গিয়েছে, প্যারিস অলিম্পিক (Paris Olympics 2024) থেকে বাতিল হলেন ভারতীয় মহিলা কুস্তিগির বিনেশ ফোগাট। মঙ্গলবার প্যারিস গেমসে মেয়েদের ৫০ কেজি ফ্রি স্টাইল কুস্তির তিনটে বাউটে নেমেছিলেন হরিয়ানার মেয়ে। তার তিনটিতেই জিতে তিনি রুপো নিশ্চিত করেছিলেন। আজ, বুধবার সোনার লক্ষ্যে তাঁরা নামার কথা। কিন্তু রাতারাতি তাঁর ২ কেজি ওজন বেড়ে যাওয়ায় সমস্যা তৈরি হয়েছে। সারারাত জেগে, প্রচুর ওয়ার্কআউট, সাইক্লিং করে, দৌড়ে তিনি ১ কেজি ৯০০ গ্রাম ওজন কমিয়েছেন। কিন্তু আর ১০০ গ্রাম কমাতে পারেননি। তাই তিনি অলিম্পিক থেকে বাতিল হয়েছেন। ভারতীয় তারকা বক্সার বিজেন্দর সিংয়ের মতে ভারতের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র হয়েছে।

ভারতীয় ক্রীড়া মহলে এখন বিনেশ ফোগাট ইস্যু জ্বলন্ত। এই পরিস্থিতিতে এনডিটিভিকে ভারতীয় তারকা বক্সার বিজেন্দর সিং তাঁর অনুভূতির কথা বলেন। তাঁর কথায়, ‘আমি এক্কেবারে অবাক হয়ে গিয়েছি। ভীষণ হতাশাজনক খবর। আমার খুব রাগ হচ্ছে। বিষয়টা ভীষণ দুঃখজনক। হতাশা ভাষায় প্রকাশ করতে পারছি না।’

কুস্তির মতো বক্সিংয়েও ওজন খুবই গুরুত্বপূর্ণ। ভারতীয় বক্সার বিজেন্দর সিংয়ের কথায়, রাতারাতি ৪-৫ কেজি ওজন কমিয়ে ফেলা যায়। ফলে ১০০ গ্রাম ওজন কমানো কঠিন নয়। তিনি বলেন, ‘১০০ গ্রাম ওজন বাড়াটা কোনও ব্যাপারই না। আমরা রাতারাতি ৪-৫ কেজি ওজন কমিয়ে ফেলতে পারি। তাই ১০০ গ্রাম খুব সহজেই কমানো যায়। যখন ও জানে অলিম্পিকে পরের দিনই একটা ইভেন্টে নামতে হচ্ছে, তাই সেই মতো ওজন নিয়ন্ত্রণে রাখতে হয়। তার জন্য প্রয়োজন মতো অনুশীলন করতে হয়। ওজন যদি ১০০ গ্রাম বেড়ে গিয়েছে, তা হলে ১ ঘণ্টা বা ৩০ মিনিট দৌড়াতে পারে। শরীরচর্চা করতে পারে। ওর সঙ্গে যেটা হয়েছে, ঠিক হয়নি। আমি ও আমার পরিবার ওর জন্য প্রার্থনা করছি। ও ভারতের জন্য সোনা জিততে যাচ্ছিল। সেখানে এমন ঘটনা একেবারেই অনভিপ্রেত।’

বিজেন্দর সিং মনে করছেন, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তিনি বলেন, ‘আইওসিকে দোষ দেওয়া যেতে পারে। মনে হচ্ছে ওরা ওকে (বিনেশ ফোগাটকে) জিততে দিতে চায় না। কুস্তিতে যে আমরা সোনা পাই, সেটা ওরা চায় না। আমার মনে হচ্ছে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে।’

ভারতীয় বক্সার বিজেন্দর জানান, বক্সিংয়ের ক্ষেত্রে যজি কোনও বক্সারের ওজন বেড়ে যায়, সেক্ষেত্রে তাঁদের ওজন কমানোর সুযোগ দেওয়া হয়। স্টিম বাথ, দৌড়ানো, ঘাম ঝরানোর মাধ্যমে ওজন কমানোর চেষ্টা করা হয়। এ বার প্রশ্ন হল, বিনেশ কি আদৌ ফাইনালে নামতে পারবেন? বিজেন্দর বলেন, ‘ভারত থেকে যে টিম প্যারিস অলিম্পিকে গিয়েছে, তাঁরা যদি আইওসির সঙ্গে কথা বলে, যদি একটা স্ট্রং ডিসিশন নিতে পারে তা হলে ওর ফাইনালে নামা সম্ভব। যেখানে ভারতের এক মেয়ের সঙ্গে চিটিং হচ্ছে, সেখানে তো লড়াই করতে হবে। আমার জীবনে আগে কখনও এমন অ্যাথলিট দেখিনি যাঁকে ফাইনালের আগে বাতিল করা হয়েছে। ভারতীয় টিম যদি সেখানে বিশ্ব অলিম্পিক অ্যাসোসিয়েশনকে বলে তা হলে কিছু হতে পারে।’