রাশিয়ান বক্সারের কাছে হেরে গেলেন বিজেন্দর

Mar 20, 2021 | 2:47 PM

কেরিয়ারের ১৩তম ম্যাচ হারলেও এখান থেকে ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছেন বিজেন্দর (Vijender Singh)।

রাশিয়ান বক্সারের কাছে হেরে গেলেন বিজেন্দর
রাশিয়ান বক্সারের কাছে হেরে গেলেন বিজেন্দর (সৌজন্যে-টুইটার)

Follow Us

পানাজি: ১২ ম্যাচ অপরাজিত থাকার পর পেশাদার বক্সিংয়ে (professional boxing) এই প্রথম হেরে গেলেন বিজেন্দর সিং (Vijender Singh)। রাশিয়ান বক্সার আর্তিস লোপসানের (Artysh Lopsan) কাছে পঞ্চম রাউন্ডেই টেকনিক্যাল নক আউট হয়ে যান ভারতীয় বক্সার (Indian boxer)।

 

 

গোয়ার ক্যাসিনো জাহাজে বিজেন্দরের বাউট নিয়ে আগ্রহ কম ছিল না। আট রাউন্ডের বাউটে শুরুটা খারাপ করেননি তিনি। কিন্তু দীর্ঘ দিন রিংয়ের বাইরে থাকার প্রভাব পড়তে শুরু করেছিল তাঁর ম্যাচে। চতুর্থ রাউন্ডে বিজেন্দর দু’বার নিজের ভারসাম্য হারিয়েছিলেন। বিপক্ষ বক্সার তাঁর থেকে অনেকটাই লম্বা। যা কিছুটা হলেও চাপে ফেলছিল তাঁকে। পঞ্চম রাউন্ডে লোসপানের নকআউট পাঞ্চটা এড়াতে পারেননি বিজেন্দর। রেফারি বুঝতে পেরেছিলেন, ম্যাচ চালিয়ে যাওয়া আর সম্ভব নয় বিজেন্দরের পক্ষে। লোপসানকে জয়ী ঘোষণা করেন তিনি।

 

 

বাউটের পর বিজেন্দর টুইটারে লিখেছেন, ‘এমন কখনও সখনও ঘটে।’ ২০১৫ সাল থেকে পেশাদার বক্সিংয়ে পা দিয়েছেন বিজেন্দর। তার পর টানা ১২টা ম্যাচ হারেরনি। যার মধ্যে আবার আটটা ছিল নকআউট। ম্যাচের আগে বিজেন্দর বলেছিলেন, বিপক্ষ যতই লম্বা হোক না কেন, তিনি রাশিয়ান বক্সারকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী। বাস্তবে ব্যাপারটা উল্টোই হল। যা নিয়ে অনেকেই বলছেন, অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়েই ডুবেছেন বিজেন্দর।

আরও পড়ুন: সিরি আ-র সেরা ফুটবলার হলেন রোনাল্ডো

Next Article