সিরি আ-র সেরা ফুটবলার হলেন রোনাল্ডো
২০১৯-২০ মরসুমে সিরি আ (Serie A)-র সেরা প্লেয়ার হলেন সিআর সেভেন (Cristiano Ronaldo)।
তুরিন: বিতর্ক যতই থাকুক, যতই জুভেন্তাসের (Juventus) চ্যাম্পিয়ন্স লিগ (Champions League) থেকে ছিটকে যাওয়া নিয়ে উঠুক কথা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo) থামানো যাচ্ছে না। ২০১৯-২০ মরসুমে সিরি আ (Serie A)-র সেরা প্লেয়ার হলেন সিআর সেভেন। গত মরসুমে জুভেন্তাসকে টানা তৃতীয় বার লিগ চ্যাম্পিয়ন করার জন্য ইতালিয়ান ফুটবলার্স অ্যাসোসিয়েশনের বিচারে তাঁকেই সেরা বাছা হয়েছে।
Quanta Juve ai #GGDC21!@cristianagire e @Cristiano i migliori calciatori della scorsa stagione, nella Top-11 maschile ci sono anche @bonucci_leo19 e @PauDybala_JR ⚫️⚪https://t.co/I0H2WQ92vU pic.twitter.com/w6YeQdcCzp
— JuventusFC (@juventusfc) March 19, 2021
পুরস্কার (Serie A’s Player of the Year) পাওয়ার পর এক সাক্ষাৎকারে রোনাল্ডো বলেছেন, ‘বছরটা অত্যন্ত খারাপ। কেউই এমন বছর চায়নি। কিন্তু ব্যক্তিগত দিক থেকে দেখলে, টিমের আঙ্গিকে ভাবলে বছরটা অত্যন্ত পজেটিভ। আমরা লিগ জিতেছিলাম।’ একই সঙ্গে রোনাল্ডো ব্যাখ্যা দিয়েছেন, ‘শুরুর দিকে শূন্য স্টেডিয়ামে খেলাটা খুব কঠিন ছিল। কিন্তু আমাদের লক্ষ্যই ছিল চ্যাম্পিয়ন হওয়া। আর সেটা আমরা করে দেখাতে পেরেছি। এটা ঘটনা যে আমরা চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গিয়েছি। কিন্তু ভুলে গেলে চলবে না, এটাই ফুটবল।’
২০১৯ মরসুমে সাম্পদোরিয়ার বিরুদ্ধে রোনাল্ডোর করা গোলটাকে লিগে সেরা বাছা হয়েছে। ওই গোলটা সিআর সেভেনের কেরিয়ারেরও অন্যতম সেরা। রোনাল্ডোর কথায়, ‘এটা আমার সেরা গোল, এ নিয়ে কোনও সন্দেহ নেই। আমি আমার টিমমেটদের ধন্যবাদ জানাতে চাই। কারণ, ওদের ছাড়া কোনও ভাবেই এই পুরস্কার পাওয়া সম্ভব ছিল না। ধন্যবাদ জানাব সেই সব প্লেয়ারদের, যারা আমাকে ভোট দিয়েছে।’
আরও পড়ুন: দুরন্ত প্রত্যাবর্তনে অল ইংল্যান্ডের শেষ চারে সিন্ধু
রোনাল্ডোর ধারাবাহিক সাফল্যের রহস্য কী? ‘আমার মনে হয়, নিজের প্রতি ভরসা, ফিট রাখা আর ফুটবলের প্রতি আজও যে মোহ রয়েছে আমার সেটাই এখনও ফুটবল খেলার জন্য টানে। ৩৬-৩৭-এও এটাই আমাকে টেনে নিয়ে যাচ্ছে।’