Indian Football: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ভারতের সেরা পারফরম্যান্সের খতিয়ান…
FIFA World Cup 2026 Qualifier: ভারত যদি বিশ্বকাপে খেলত? এই স্বপ্নই দেখছে গোটা দেশ। ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে খেলবে ভারত। সুনীল ছেত্রীদের দৌড় শুরু হচ্ছে বৃহস্পতিবার। বিশ্বকাপের মূল পর্বের যোগ্যতা অর্জনে কঠিন এবং দীর্ঘ পথ পেরোতে হবে। ১৯৯০ থেকে ধারাবাহিক ভাবে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে খেলছে ভারত। স্বপ্ন পূরণ কবে হবে জানা নেই। এ বার ভারতের গ্রুপে রয়েছে কাতার, কুয়েত ও আফগানিস্তান। নিঃসন্দেহে কঠিন লড়াই।
কলকাতা: ভারত কবে বিশ্বকাপ খেলবে? এই প্রশ্ন দেশের প্রতিটা ফুটবল প্রেমীর। ফুটবলের প্রতি আবেগের অভাব নেই। তবে বিশ্বকাপের মঞ্চে অন্য দেশের হয়ে গলা ফাটাতে হয়। ভারতীয় ফুটবল প্রেমীদের কাছে এর ব্যাথার বিষয় আর কী হতে পারে? ভারত যদি বিশ্বকাপে খেলত? এই স্বপ্নই দেখছে গোটা দেশ। ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে খেলবে ভারত। সুনীল ছেত্রীদের দৌড় শুরু হচ্ছে বৃহস্পতিবার। বিশ্বকাপের মূল পর্বের যোগ্যতা অর্জনে কঠিন এবং দীর্ঘ পথ পেরোতে হবে। বিশ্বকাপ ও এএফসি এশিয়ান কাছের যোগ্যতা অর্জন পর্বে এ বার ভারতের গ্রুপে রয়েছে কাতার, কুয়েত ও আফগানিস্তান। নিঃসন্দেহে কঠিন লড়াই। ফিফা ক্রমতালিকায় ভারতের চেয়ে অনেকটাই এগিয়ে কাতার। ১৯৯০ থেকে ধারাবাহিক ভাবে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে খেলছে ভারত। স্বপ্ন পূরণ কবে হবে জানা নেই। তবে এই পর্বে বেশ কিছু অঘটন ঘটিয়েছে ভারতীয় ফুটবল দল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বিশ্বকাপ বাছাই পর্ব ১৯৯৮। ফিলিপিন্সকে ২-০ ব্যবধানে হারিয়েছিল ভারত। সেই ম্যাচটি হয়েছিল কাতারের রাজধানী দোহায়। রুদ্ধশ্বাস একটা ম্যাচ। শেষ ১০ মিনিটে পরপর দুটি গোল করে ভারতকে জেতান রমন বিজয়ন ও ব্রুনো কুটিনহো। মাত্র চার মিনিটের ব্যবধানে জোড়া গোল। সে বার এই ম্যাচ জিতলেও কাতারের কাছে হার ও শ্রীলঙ্কার সঙ্গে ড্র, ভারতকে দৌড় থেকে ছিটকে দেয়।
২০০২ সালের বিশ্বকাপ বাছাই পর্বে আরব আমির শাহিকে ১-০ হারিয়েছিল ভারত। বেঙ্গালুরুতে হয়েছিল ম্যাচটি। ভারতের জয়ে একমাত্র গোল আলবের্তো ডায়াসের। যদিও পরের রাউন্ডে যাওয়া হয়নি।
সেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বেই সবচেয়ে বড় জয় পেয়েছিল ভারত। ব্রুনেইকে ৫-০ ব্যবধানে হারিয়েছিল ভারত। এই ম্যাচটিও হয়েছিল বেঙ্গালুরুতে। ম্যাচের ১২ মিনিটে ডায়াসের গোলে এগিয়ে যায় ভারত। আইএম বিজয়ন দ্রুতই লিড বাড়ান। বাইচুং ভুটিয়া, আনচেরি এবং শেষ দিকে হাকিম আব্দুলের গোলে ৫-০’র বড় ব্যবধানে জয় ভারতের।
তার পরের বিশ্বকাপ অর্থাৎ ২০০৬ সালের বাছাই পর্বে সিঙ্গাপুরকে ১-০ ব্যবধানে হারিয়েছিল ভারত। কঠিন গ্রুপে ছিল ভারতীয় দল। একই গ্রুপে ভারতের সঙ্গে জাপান, ওমান ও সিঙ্গাপুর। ২০০৪ সালের ফেব্রুয়ারিতে এই ম্যাচটি হয়েছিল। তবে গ্রুপে জাপানের কাছে দুটি বড় হার, ওমানের কাছে হার ভারতের দৌড় শেষ হয়ে যায়।
জিততে না পারলেও গত বছরের বিশ্বকাপ যোগ্যতা অর্জন ভারতের কাছে অন্যতম সেরা মুহূর্ত। শক্তিশালী কাতারের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল ভারত। গত ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ কাতার। ২০১৯ সালের এএফসি এশিয়ান কাপ জিতেছিল কাতার। তাদের বিরুদ্ধে ভারতের ড্র নিঃসন্দেহে বড় সাফল্য।