IND vs NZ, Semi-Final: বিরাট-রোহিতরা পৌঁছতেই ‘ছুটি’ কাটিয়ে ক্রিকেটে ফিরছে মুম্বই

India vs New Zealand ICC world Cup 2023 Semi-Final: ওয়াংখেড়ে আর ইডেনের মিল এখানেই। ক্রিকেটের জন্য জান লড়িয়ে দিতে পারে। ভারতের খেলা হলে তো কথাই নেই। কিউয়িদের বিরুদ্ধে রোহিত শর্মা-বিরাট কোহলিদের ম্যাচের জন্যও তাই। সোজা কথা, টগবগে ভারতের কাপের আরও কাছে পৌঁছে যাওয়া দেখতে মুখিয়ে মুম্বই। আর সেই ভিড়ে শাহরুখ-সলমন থেকে বিজনেস টাইকুন, কে নেই! বিশ্বকাপের সেমিফাইনাল, ওয়াংখেড়ে আর ক্রিকেট মিলেমিশে যাচ্ছে আরবসাগরের তীরে।

IND vs NZ, Semi-Final: বিরাট-রোহিতরা পৌঁছতেই 'ছুটি' কাটিয়ে ক্রিকেটে ফিরছে মুম্বই
বিশ্বকাপ সেমিফাইনাল, আলোর রোশনাইয়ে মিলেমিশে ওয়াংখেড়ে আর ক্রিকেট। ছবি: তুষার ঘটকImage Credit source: OWN Photograph
Follow Us:
| Edited By: | Updated on: Nov 13, 2023 | 10:27 PM

অভিষেক সেনগুপ্ত

মুম্বই: দাদর, চেম্বুর, ওর্লি, জুহু যেন ছুটি পেয়েছে অনেক দিন পর। সকাল থেকে ঝিমিয়ে রয়েছে শিবাজী টার্মিনাস। দৌড়ে হাঁপাতে হাঁপাতে লোকাল ট্রেনে ওঠা নেই। পায়ের মিছিল নেই ফুটপাথে। উথলে পড়া জনতা নেই রাস্তায়। লাঞ্চবক্স নিয়ে ছোটাছুটি নেই অফিস পাড়ায়। একঘেয়ে হর্ন নেই শহরে। অবিরাম থমকে যাওয়া ট্রাফিক নেই। ‘ইক কাটিঙ্গ দেনা’, বলে চায়ের দোকানে আয়েস করে বসছেন যুবক থেকে প্রৌঢ়। মোড়ের মাথায় জটলা। ভরা মাঠে চরকি খাচ্ছে ফুটবল না হলে ক্রিকেট ব্যাট। দীপাবলির রাত কাটিয়ে যেন আড়মোড়া ভাঙছে মুম্বই! উৎসবের রেশ থেকে যাবে আর একটা দিন। আস্ত মঙ্গলবারও। আহা, একটানা এত লম্বা ফুরসতই বা মেলে কোথায়!

জিজাবাই ভোসলে চিড়িয়াখানা এ সবে ব্যতিক্রম। ছুটির দিন, হালকা শীতের আঁচড়ে প্রতিবার যেমন হয়। কচিকাঁচাদের নিয়ে চিড়িয়াখানায় ছুটেছেন অভিভাবকরা। মেরিন ড্রাইভ যেমন। গায়ে-গায়ে গল্প, খুনসুটি, প্রেম, মান-অভিমান। আর আছেন ভাইজান। রবিবার দেশ জুড়ে রিলিজ করেছে টাইগার থ্রি। সলমন খানের বিশাল কাটআউট হাসছে শহরের প্রায় সব হোর্ডিংয়ে। ‘জওয়ান’কে টপকে যাওয়ার বারুদ নিয়ে হাজির হয়েছেন তিনি। মালেগাওয়ের সিনেমাহলে টাইগার ভক্তরা আবার হইচই ফেলে দিয়েছেন। হলের মধ্যেই আতসবাজি ফাটিয়ে। টাইগার বক্স অফিসে বেঁচে থাকবেন কিনা, সময় বলবে। আটচল্লিশ ঘণ্টা পরের মুম্বই কিন্তু শুধু ক্রিকেটের!

ওয়াংখেড়ের প্র্যাক্টিস পিচে ছয়ের ফুলঝুরি ছোটাচ্ছেন রাচিন রবীন্দ্র বলে একটা ছেলে। বিশ্বকাপের সূচকে হঠাৎই জুড়ে গিয়েছে বাঁ হাতি ওপেনারের নাম। ২৩ বছরের রাচিন কি একা? ফ্লাডলাইটের বন্যায় মরিয়া দেখাচ্ছে কেন উইলিয়ামসন, ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপসদের। বারবার শূন্য হাতে ফেরার হিসেব মেটাতে চাইছেন হয়তো। নিউজিল্যান্ড কঠিন টিম। হঠাৎ আগুন ঢালতে পারে। তাও, কিউয়িরা বাজার গরম করবে, এমন বিশ্বাস কেন হচ্ছে না? আরে ভাই, বানিজ্যনগরে এখন সবচেয়ে আলোচিত নাম দুটো। প্রথম জন বিরাট কোহলি। আর দ্বিতীয় জন? রোহিত শর্মার নাম বলার জন্য পুরস্কার নেই!

মহেন্দ্র সিং ধোনির বিশ্বকাপ জেতা মুম্বইয়ের সঙ্গে এই মুম্বইয়ের অনেক তফাত। লাল রংয়ের পুরনো ডাবল ডেকার বাস এখন আর নেই। যতটুকু নজরে পড়বে, সবই ইলেকট্রিক ডাবল ডেকার। মুম্বইয়ের বাসপ্রীতি তাতে খানিকটা কমেছে হয়তো। হলুদ ট্যাক্সির সেই দাপটও নেই। ওলা, উবার ডাকলেই বাড়ির সামনে। কে আর, ‘মিটার সে থোড়া জ়াদা দেনা’ শুনতে চায়! মুম্বই মিটারের থেকে বেশি যদি দিতে হয়, ওয়াংখেড়ের গ্যালারির জন্য দেবে। দিচ্ছেও তাই। চোরাগোপ্তা গলিতে গুঞ্জন আছে। আলো-আঁধারিতে ফিসফিসে ডাক আছে। সেমিফাইনালের দর বাড়ছে হুহু করে। গ্যালারির টং হলেও চলবে, মুঠোভরা টাকা দিতে রাজি অনেকেই। সোম-বিকেলে মুম্বইয়ে বিরাট-রোহিতরা পা দিতেই হুহু চড়তে শুরু করল পারা। আর রাহুল দ্রাবিড়ের যা অভ্যেস, শহরে পা রেখেই ছুটে এলেন ওয়াংখেড়েতে। দেখে গেলেন পিচ।

ওয়াংখেড়ে আর ইডেনের মিল এখানেই। ক্রিকেটের জন্য জান লড়িয়ে দিতে পারে। ভারতের খেলা হলে তো কথাই নেই। কিউয়িদের বিরুদ্ধে রোহিত শর্মা-বিরাট কোহলিদের ম্যাচের জন্যও তাই। সোজা কথা, টগবগে ভারতের কাপের আরও কাছে পৌঁছে যাওয়া দেখতে মুখিয়ে মুম্বই। আর সেই ভিড়ে শাহরুখ-সলমন থেকে বিজনেস টাইকুন, কে নেই! বিশ্বকাপের সেমিফাইনাল, ওয়াংখেড়ে আর ক্রিকেট মিলেমিশে যাচ্ছে আরবসাগরের তীরে।