টোকিওর টিকিট পেলেন কুস্তিগির সুমিত

May 07, 2021 | 3:44 PM

টোকিও গেমসে (Tokyo Games) নামার স্বপ্নপূরণের জন্য শুরু থেকেই মরিয়া ছিলেন সুমিত (Sumit Malik)।

টোকিওর টিকিট পেলেন কুস্তিগির সুমিত
সৌজন্যে-সাই মিডিয়া টুইটার

Follow Us

সোফিয়া‌: বিশ্ব অলিম্পিক কোয়ালিফায়ার থেকে টোকিও গেমসের (Tokyo Olympics) টিকিট জোগাড় করে ফেললেন ভারতের কুস্তিগির (Wrestler) সুমিত মালিক (Sumit Malik)। ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে সোনা পেয়েছিলেন তিনি। তবে এই প্রথম অলিম্পিকে নামবেন ২৮ বছরের রেসলার।

টোকিও গেমসে (Tokyo Games) নামার স্বপ্নপূরণের জন্য শুরু থেকেই মরিয়া ছিলেন সুমিত। যে কারণে ম্যাটে আগ্রাসী বাউট খেলে গিয়েছেন একের পর এক। সেমিফাইনালে ভেনেজুয়েলার জোসে দানিয়েলকে ৫-০ উড়িয়ে দেন। ১২৫ কেজি বিভাগে ফাইনালে উঠেই অলিম্পিক নিশ্চিত করেছেন তিনি।

আরও পড়ুন: IPL 2021: আইপিএলে করোনার খবরে বেশি ভয় পেয়েছিল ইংল্যান্ডের ক্রিকেটাররা : ক্রিস মরিস

রবি দাহিয়া, বজরং পুনিয়া, দীপক পুনিয়ারা ইতিমধ্যে অলিম্পিকের যোগ্যতা অর্জন করে ফেলেছেন। সুমিত চতুর্থ ভারতীয় হিসেবে টোকিও যাবেন। সুমিত এক দিকে যেমন আগ্রাসী কুস্তিগির, অন্য দিকে তেমনই ঠান্ডা মাথার। সোফিয়ায় যোগ্যতা অর্জন পর্বে প্রথম দুটো বাউটে পিছিয়ে থেকে দারুণ ভাবে ফিরেছিলেন বাউটে। যা বেশ প্রশংসা পেয়েছে। আর তাই বলা হচ্ছে, ১২৫ কেজি বিভাগে ভারতের পদকের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। সুমিত যোগ্যতা অর্জন করলেও অমিত ধনকর, সত্যাবর্ত কাদিয়ান অবশ্য কোটা আনতে পারেননি।

Next Article