Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tokyo Olympics 2020: টোকিও অলিম্পিকের জন্য ভারতের থিম সং লঞ্চ

'লক্ষ্য তেরা সামনে হ্যায়' গানটি কম্পোজ করেছেন মোহিত চৌহান। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে গানটি।

Tokyo Olympics 2020: টোকিও অলিম্পিকের জন্য ভারতের থিম সং লঞ্চ
Tokyo Olympics 2020: টোকিও অলিম্পিকের জন্য ভারতের থিম সং লঞ্চ
Follow Us:
| Edited By: | Updated on: Jun 24, 2021 | 7:37 PM

নয়াদিল্লি: টোকিও অলিম্পিক (Tokyo Olympics) শুরু হতে আর মাত্র এক মাস বাকি। আন্তর্জাতিক অলিম্পিক দিবসে (International Olympic Day) লঞ্চ হল টোকিও অলিম্পিকের জন্য ভারতের থিম সং। গানটি কম্পোজ করেছন মোহিত চৌহান (Mohit Chauhan)। জুলাই-আগস্টে হতে চলা গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য বুধবার এক ইভেন্টে ভারতের অফিশিয়াল অলিম্পিক থিম সং লঞ্চ করা হল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু (Kiren Rijiju)। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (IOA) তরফ থেকে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল। আইওএ প্রধান নরিন্দর বাত্রাসহ স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার স্পোর্টস সেক্রেটারিও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

‘লক্ষ্য তেরা সামনে হ্যায়’ গানটি কম্পোজ করেছেন সুরকার মোহিত চৌহান। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে গানটি।

আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে লেখেন, “আজ অলিম্পিক দিবস, কয়েক বছর ধরে বিভিন্ন অলিম্পিকে যারা ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তাঁরা প্রত্যেকেই প্রশংসার যোগ্য। আমাদের দেশের ক্রীড়া ক্ষেত্রে তাঁদের অবদান অভুতপূর্ব এবং অন্যান্য ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করার জন্য আমরা গর্বিত।”

২৩ জুলাই শুরু হবে টোকিও অলিম্পিক। ৮ আগস্ট পর্যন্ত চলবে টোকিও গেমস।

আরও পড়ুন: International Olympic Day: সচিন থেকে সিন্ধুর আন্তর্জাতিক অলিম্পিক দিবসের শুভেচ্ছায় ভাসল সোশ্যাল মিডিয়া