Tokyo Olympics 2020: টোকিও অলিম্পিকের জন্য ভারতের থিম সং লঞ্চ
'লক্ষ্য তেরা সামনে হ্যায়' গানটি কম্পোজ করেছেন মোহিত চৌহান। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে গানটি।
Tune in to the melody of the Olympic Theme Song crafted for the Indian Olympic Contingent #TuThaanLey sung by @_MohitChauhan at the launch event, marking 30 days to #TokyoOlympics. #Cheer4India @PMOIndia @KirenRijiju @WeAreTeamIndia @mygovindia @SonySportsIndia @IndianOlympians pic.twitter.com/FVuaT9YZRO
— SAIMedia (@Media_SAI) June 23, 2021
‘লক্ষ্য তেরা সামনে হ্যায়’ গানটি কম্পোজ করেছেন সুরকার মোহিত চৌহান। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে গানটি।
আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে লেখেন, “আজ অলিম্পিক দিবস, কয়েক বছর ধরে বিভিন্ন অলিম্পিকে যারা ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তাঁরা প্রত্যেকেই প্রশংসার যোগ্য। আমাদের দেশের ক্রীড়া ক্ষেত্রে তাঁদের অবদান অভুতপূর্ব এবং অন্যান্য ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করার জন্য আমরা গর্বিত।”
২৩ জুলাই শুরু হবে টোকিও অলিম্পিক। ৮ আগস্ট পর্যন্ত চলবে টোকিও গেমস।