AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কদর্য মন্তব্যের জেরে ওড়িশা থেকে ছাঁটাই ব্রিটিশ কোচ

এ বারের আইএসএলে ব্রিটিশ কোচরা বারবার ঝামেলায় জড়াচ্ছেন। স্টুয়ার্টের মতো ইস্টবেঙ্গলের কোচ রবি ফাউলারও রেফারি, ম্যাচ কমিশনারের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করেছেন। যা নিয়ে মোটেও খুশি নয় ফেডারেশন।

কদর্য মন্তব্যের জেরে ওড়িশা থেকে ছাঁটাই ব্রিটিশ কোচ
কদর্য মন্তব্যের জেরে ওড়িশা থেকে ছাঁটাই ব্রিটিশ কোচ। (সৌজন্যে-আইএসএল টুইটার)
| Updated on: Feb 02, 2021 | 2:56 PM
Share

গোয়া: কদর্য মন্তব্য ঘিরে চাঞ্চল্য। তার থেকে বেশি চাঞ্চল্য, কোচের রুচি ও মানসিকতা নিয়ে। যা রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছিল সোমবার রাত থেকেই। জামশেদপুর এফসি ম্যাচ শেষ হওয়ার পর ১২ ঘণ্টাও পেরোয়নি। ঘটনার জেরে ব্রিটিশ কোচ স্টুয়ার্ট ব্যাক্সটারকে (Stuart Baxter) ছাঁটাই করে দিল ওড়িশা এফসি (Odisha FC)।

জামশেদপুরের কাছে ম্যাচে ০-১ হারের পর রেফারিং নিয়ে প্রেস মিটে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন স্টুয়ার্ট। বলেছিলেন, ‘যদি এগোতে হয়, আপনাকে নিজের পথই বাছতে হবে। কিন্তু আমি জানি না, আমার টিম কী করলে পেনাল্টি পাবে! আমার তো মনে হয়, আমার টিমের কাউকে ধর্ষণ করতে হবে। না হলে পেনাল্টি বক্সে তাদের কাউকে ধর্ষিত হতে হবে। তবে যদি পেনাল্টি পাওয়া যায়।’

আরও পড়ুন: চোট সারিয়ে টিমের সঙ্গে যোগ দিলেন রাহুল

ভারতীয় তো বটেই, আন্তর্জাতিক ফুটবলেও কেউ এমন কুরুচিকর মন্তব্য কখনও করেছেন কিনা, সন্দেহ। ওই মন্তব্যের পর ব্রিটিশ কোচের ঔদ্ধত্য নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। ঘটনা হল, এ বারের আইএসএলে ব্রিটিশ কোচরা বারবার ঝামেলায় জড়াচ্ছেন। স্টুয়ার্টের মতো ইস্টবেঙ্গলের কোচ রবি ফাউলারও রেফারি, ম্যাচ কমিশনারের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করেছেন। যা নিয়ে মোটেও খুশি নয় ফেডারেশন।

আরও পড়ুন: কোমরের চোটে এটিপি কাপ থেকে সরলেন নাদাল

কোচের জঘন্য মন্তব্যের পর ওড়িশা এফসি নিঃশর্ত ক্ষমা চেয়ে বিবৃতি পেশ করেছে। তাতে বলা হয়েছে, ‘ ম্যাচের পর হেড কোচ স্টুয়ার্ট ব্যাক্সটারের মন্তব্যে হতবাক ক্লাব। উনি যা বলেছেন, তা ক্লাব কোনও ভাবেই মেনে নিতে পারছে না। ক্লাবের কর্মপদ্ধতি, ভাবধারার সঙ্গে যা একেবারেই মেলে না। তাই ক্লাব নিঃশর্ত ক্ষমাপ্রার্থী। এই ব্যাপারটা ক্লাবের প্রশাসন খতিয়ে দেখছে।’

আরও পড়ুন: ইংল্যান্ড সিরিজের আগে শাস্ত্রীর পরামর্শ

চলতি মরসুমেই ওড়িশা এফসির কোচ হয়ে এসেছিলেন ৬৭ বছরের স্টুয়ার্ট। দক্ষিণ আফ্রিকা, ফিনল্যান্ডের জাতীয় টিমের কোচিং করানো কোচ এই কদর্য মন্তব্য করলেন কী করে, তা নিয়েই প্রশ্ন উঠছে। এর সামাজিক প্রভাব অত্যন্ত গভীর হতে পারে, তা না বুঝেই কি এই মন্তব্য করেছেন স্টুয়ার্ট? প্রশ্ন উঠছে।

আরও পড়ুন: ভরা গ্যালারিতেই ২০২২ কাতার বিশ্বকাপ

ঘটনা হল, স্টুয়ার্টের মন্তব্যের জেরে ক্লাবের মতোই ফেডারেশনও অস্বস্তিতে পড়ে গিয়েছিল। যদি ওড়িশা ছাঁটাই না করত ব্রিটিশ কোচকে, তা হলে আইএসএলে বড়সড় শাস্তির মুখে পড়তে পারতেন তিনি। হতে পারতেন চিরনির্বাসিতও।