প্যারিস: ক্লাব ফুটবলে সব স্বপ্নই পূরণ হয়েছে লিওনেল মেসির (Lionel Messi)। বার্সেলোনার (FC Barcelona) হয়ে জিতেছেন সমস্ত ট্রফি। কেরিয়ারে ৬টা ব্যালন ডি’ওর পেয়েছেন। বার্সার জার্সিতে যেমন নিজে সব সম্মান পেয়েছেন, তেমনই বার্সাকে দিয়েছেন ক্লাব ফুটবলের সমস্ত ট্রফি। ৩৪-এর মেসি (Lionel Messi) এ বার দল পাল্টে পিএসজি-তে (PSG)। জীবনে (সিনিয়র ফুটবল) প্রথম বার জার্সি পাল্টালেন মেসি। খেলবেন প্যারিস সাঁ জাঁ-র (Paris Saint Germain) হয়ে। মেসিকে বরণ করে নিতে গতকাল প্যারিসে কয়েক হাজার ফুটবল অনুরাগীর জমায়েত হয়েছিল। মেসিকে ঘিরে অনেক স্বপ্ন দেখা শুরু ফ্রান্সের ফুটবল ক্লাবের।
? La première intervention de Lionel Messi sur #?????#PSGxMESSI pic.twitter.com/MdbHf4mzK1
— Paris Saint-Germain (@PSG_inside) August 11, 2021
ক্লাব ফুটবলের সর্বোচ্চ শিরোপা কখনও জেতেনি প্যারিস সাঁ জাঁ (Paris Saint Germain)। নেইমার (Neymer), এমবাপে (Mbappe), ডি মারিয়ারা (Angel Di Maria) খেললেও চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League) এখনও অধরা। মেসিকে আঁকড়ে সেই অধরা স্বপ্নই পূরণ করতে চায় পিএসজি (PSG)। আর্জেন্টাইন সুপারস্টারও পিএসজি-র ৩০ নম্বর জার্সি গায়ে চাপিয়ে জানিয়ে দিলেন, ‘এই জন্যই এখানে এসেছি। পিএসজিকে (PSG) চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League) দেওয়াই আমার প্রধান লক্ষ্য।’
আরও পড়ুন: সাতসকালেই চানু দর্শন সচিনের
পিএসজিতে সই করলেও কবে সেই জার্সিতে অভিষেক হবে, সেই বিষয়ে নিশ্চয়তা দিতে পারলেন না তিনি। মেসি (Lionel Messi) বলেন, ‘কোপা আমেরিকা জেতার পর অনেক দিন ছুটিতে ছিলাম। ফুটবলের সঙ্গে এক মাস কোনও সম্পর্ক ছিল না। প্রাক মরসুম প্রস্তুতিতে আমাকে ম্যাচ ফিট হতে হবে। আশা করি, দ্রুত অভিষেক হবে আমার। তবে দিনক্ষণ জানাতে পারব না, কারণ সেটা কোচের হাতে।’
? Qᴜᴇʟ ᴀᴄᴄᴜᴇɪʟ ?#PSGxMESSI pic.twitter.com/kro3JECc4H
— Paris Saint-Germain (@PSG_inside) August 11, 2021
আর্জেন্টিনার রাজকুমার আরও বলেন, ‘আমি বার্সেলোনার কাছে চির কৃতজ্ঞ। আমি যখন ওখানে সই করেছিলাম, তখন বালক ছিলাম। অনেক ভালো-মন্দ সময় কাটিয়েছি সেখানে। বার্সার সমর্থকরা জানেন, আমি এমন একটা ক্লাবে সই করেছি যাদের চ্যাম্পিয়ন্স লিগ দরকার।আমি জিততে ভালোবাসি, আর এখানে সেটাই করতে চাই।’
Lionel Messi salue les supporters venus l’accueillir au Parc des Princes ?
On vous laisse apprécier !#PSGxMESSI pic.twitter.com/txdJ3viry6
— Paris Saint-Germain (@PSG_inside) August 11, 2021
চ্যাম্পিয়ন্স লিগ জেতার সমস্ত রসদই রয়েছে প্যারিস সাঁ জাঁ-র। এমনটাও মনে করেন লিওনেল মেসি। বার্সা মায়া কাটিয়ে পিএসজি-কে ইউরোপ সেরা করাই এখন লক্ষ্য আর্জেন্টাইন সুপারস্টারের।