Manu Bhaker: অলিম্পিক পদক কি তোমার আইডি কার্ড? ট্রোলারদের একহাত নিলেন মনু ভাকের

Sep 25, 2024 | 7:31 PM

প্যারিস অলিম্পিকে মনু জোড়া ব্রোঞ্জ পেয়েছেন। অলিম্পিকে একটি পদকের স্বপ্ন কত কত অ্যাথলিট দেখেন, সেখানে মনু ২টি অলিম্পিক পদক অর্জন করেছেন। যা তাঁর জন্য যেমন গর্বের, তেমনই ভারতের জন্যও গর্বের। কিন্তু বেশ কয়েকজন মনুর বিভিন্ন জায়গায় অলিম্পিক পদক পরে যাওয়াটা অন্য চোখে দেখছেন।

Manu Bhaker: অলিম্পিক পদক কি তোমার আইডি কার্ড? ট্রোলারদের একহাত নিলেন মনু ভাকের
অলিম্পিক পদক কি তোমার আইডি কার্ড? ট্রোলারদের একহাত নিলেন মনু ভাকের

Follow Us

কলকাতা: ভারতের শুটিং সেনসেশন মনু ভাকের (Manu Bhaker) ফের এক বার আলোচনায়। প্যারিস অলিম্পিকে (Paris Olympics) জোড়া ব্রোঞ্জ পেয়ে ইতিহাস গড়েছেন মনু। তিনি প্রথম মহিলা ভারতীয় শুটার, যিনি অলিম্পিকে শুটিংয়ে পদক পেয়েছেন। শুধু তাই নয়, তিনি স্বাধীন ভারতের প্রথম মহিলা শুটার, যিনি এক অলিম্পিকে জোড়া পদক পেয়েছেন। দেশে ফেরার পর তাঁকে একাধিক সংবর্ধনা দেওয়া হয়েছে। সেই সকল অনুষ্ঠানে মনু অলিম্পিকে অর্জন করা ব্রোঞ্জ পদক পরে গিয়েছিলেন। তার জন্যই তিনি সমালোচিত হয়েছেন। অনেকে তাঁকে সব জায়গায় অলিম্পিক পদক পরে যাওয়ার ফলে ট্রোল করেছেন। এ বার এই নিয়ে মুখ খুললেন মনু।

প্যারিস অলিম্পিকে মনু ১০ মিটার এয়ার পিস্তল ও মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন। অলিম্পিকে একটি পদকের স্বপ্ন কত কত অ্যাথলিট দেখেন, সেখানে মনু ২টি অলিম্পিক পদক অর্জন করেছেন। যা তাঁর জন্য যেমন গর্বের, তেমনই ভারতের জন্যও গর্বের। কিন্তু বেশ কয়েকজন মনুর বিভিন্ন জায়গায় অলিম্পিক পদক পরে যাওয়াটা অন্য চোখে দেখছেন। নেতিবাচক মন্তব্য করছেন। এ বার তাঁদের উদ্দেশ্যে এক্সে নিজের শাড়ি পরা ও গলায় ২টি পদক থাকা এক ছবি শেয়ার করে মনু লিখেছেন, ‘২০২৪ প্যারিস অলিম্পিকে যে ২টি ব্রোঞ্জ পদক আমি জিতেছি, তা ভারতের। আমি যখনই কোনও ইভেন্টের জন্য আমন্ত্রিত হচ্ছি, সেখান থেকে আমাকে পদকগুলি দেখাতে বলা হয়। আর আমি গর্বের সঙ্গে সেটা করছি। এই ভাবেই আমি আমার সুন্দর যাত্রা ভাগ করে নিচ্ছি।’

ভারতের ২২ বছরের শুটার মনু গর্বের সঙ্গে একাধিক ইভেন্টে অলিম্পিক পদক প্রদর্শন করেন। আর সেই সময় মনু ভাকেরের গলায় অলিম্পিকের জোড়া ব্রোঞ্জ দেখে, কেউ কেউ কমেন্ট করেছেন, ‘তুমি তো তোমার পদক অফিস বা স্কুলের আইডি কার্ডের মতো ব্যবহার করছ।’

একদিকে যেমন মনু ভাকেরকে নিয়ে নেতিবাচক মন্তব্য করা একদল ব্যক্তি রয়েছেন, তেমনই উল্টো মতামত জানানো ব্যক্তিরাও রয়েছেন। যেমন এক এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘যারা সমালোচনা করছে তারা বোকা!! তোমার কারণ বিশ্লেষণ করার প্রয়োজন নেই। তুমি ভারতের গর্ব।’

Next Article
Manchester United: বিশ্বাসই হচ্ছে না! ম্যান ইউ তারকার থেকে সারপ্রাইজ গিফ্ট পেয়ে অবাক অরিজিৎ সিং
Ishan vs Jitesh: বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে ঈশান বনাম জীতেশ, পাল্লা ভারি কার?