Wimbledon-এর ফাইনালে ইতিহাস গড়বেন আম্পায়ার মারিয়া চিচাক

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 10, 2021 | 8:48 PM

অল ইংল্যান্ড ক্লাবের (All England Club) তরফ থেকে জানানো হয়েছে, রবিবার নোভাক জকোভিচ (Novak Djokovic) ও মাত্তেও বেরেত্তিনির (Matteo Barrettini) দ্বৈরথে আম্পায়ারিং করবেন ৪৩ বছর বয়সী মারিয়া চিচাক।

Wimbledon-এর ফাইনালে ইতিহাস গড়বেন আম্পায়ার মারিয়া চিচাক
Wimbledon-এর ফাইনালে ইতিহাস গড়বেন আম্পায়ার মারিয়া চিচাক

Follow Us

লন্ডন: রবিবার উইম্বলডনের (Wimbledon) ফাইনালে ইতিহাস গড়তে চলেছেন ক্রোয়েশিয়ার (Croatia) মহিলা আম্পায়ার (umpire) মারিয়া চিচাক (Marija Cicak)। প্রথম মহিলা আম্পায়ার হিসেবে উইম্বলডনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালের (Wimbledon men’s final) দায়িত্ব সামলাবেন মারিয়া।

অল ইংল্যান্ড ক্লাবের (All England Club) তরফ থেকে জানানো হয়েছে, রবিবার নোভাক জকোভিচ (Novak Djokovic) ও মাত্তেও বেরেত্তিনির (Matteo Barrettini) দ্বৈরথে আম্পায়ারিং করবেন ৪৩ বছর বয়সী মারিয়া চিচাক। গত ১০ বছর ধরে আইটিএফ গোল্ড ব্যাজ রয়েছে মারিয়ার দখলে। ২০১২ সাল থেকে ডব্লিউটিএ এলিট দলের সদস্য। তিনি ২০১৮ সালে উইম্বলডনের সেমিফাইনালে জন ইসনের ও কেভিন অ্যান্ডারসনের লড়াইতেও আম্পায়ারিং করেছিলেন। তবে ক্রোয়েশিয়ার মারিয়া এই প্রথমবার মহিলা আম্পায়ার হিসেবে উইম্বলডনের ফাইনাল ম্যাচের নিরীক্ষণ করবেন।

মারিয়া ২০১৪ সালে উইম্বলডনে মেয়েদের ফাইনালে পেত্রা কিভিটোভা ও ইউজেনি বাউচার্ডের লড়াইয়ের সময় আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন। তিন বছর পর ২০১৭ সালে মেয়েদের ডবলসের ফাইনালেও মারিয়াকে দেখা গিয়েছিল আম্পায়ারের ভূমিকা পালন করতে।

মহিলা আম্পায়ার হিসেবে মারিয়া চিচাকের কেরিয়ার বেশ সফল। তিনি ১৫ বার উইম্বলডনে আম্পায়ারিং করেছেন। শুধু তাই নয়, তিনটি অলিম্পিকেও (অ্যাথেন্স, লন্ডন এবং রিও) তাঁকে মেয়েদের সিঙ্গলসের ফাইনালে একই দায়িত্বে দেখা গেছে।

আরও পড়ুন: Wimbledon-এর ফাইনালে ইতালির মাত্তেও বেরেত্তিনি

Next Article