চণ্ডীগড়: ভালো আছেন কিংবদন্তি স্প্রিন্টার মিলখা সিং (Milkha Singh)। চণ্ডীগড়ের (Chandigarh) হাসপাতালে স্থিতিশীল অবস্থায় আছেন মিলখা। চিকিৎসকদের পর্যবেক্ষণে আইসিইউতে রাখা হয়েছে তাঁকে। হাসপাতালের তরফ থেকে জানানো হয় গতকালের থেকে ভালো আছেন মিলখা সিং।
গত পরশু শরীর খারাপের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন মিলখা। কিংবদন্তি স্প্রিন্টারের শারীরিক অবস্থার খোঁজ নেন দেশের প্রধানমন্ত্রী। মিলখা সিংয়ের সঙ্গে কথাও বলেন নরেন্দ্র মোদী। অক্সিজেনের (Oxygen) মাত্রা কমতে থাকায় গত পরশু হাসপাতালে ভর্তি হন মিলখা।
Milkha Singh is showing recovery at PGIMER. His condition is better than yesterday
Don't spread rumours. pic.twitter.com/mD9LTfYICo
— Dr Aman kashyap (@DrAmankashyap) June 5, 2021
কয়েকদিন আগে মোহালির এক বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পান মিলখা সিং। করোনায় (COVID-19) সংক্রমিত হয় হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। গত পরশু তার অক্সিজেনের মাত্রা কমতে থাকে। আজ দুপুরের পর থেকেই কিংবদন্তি স্প্রিন্টারের শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়ায় সোশ্যাল মিডিয়ায়। সমস্ত গুজব উড়িয়ে দিয়ে হাসপাতালের তরফ থেকে জানানো হয় আগের চেয়ে ভালো আছেন ৯১ বছরের কিংবদন্তি স্প্রিন্টার মিলখা সিং।
আরও পড়ুন: পেট ভরছে না, জেল কর্তৃপক্ষের কাছে বাড়তি খাবার চাইলেন সুশীল