আইপিএলে ছন্দ ফিরে পেয়েছেন সামি
আইপিএল (IPL) মাঝপথে স্থগিত হয়ে গেলেও, আইপিএল খেলেই নিজের ফর্ম ফিরে পেয়েছেন সামি। টুর্নামেন্ট স্থগিত হয়ে যাওয়ার পর নিজেই জানালেন সে কথা।
নয়াদিল্লি: আইপিএলের (IPL) দৌলতে নিজের ফর্ম ফিরে পেয়েছেন। জানালেন ভারতীয় পেসার মহম্মদ সামি (Mohammed Shami)। অস্ট্রেলিয়া (Australia) সফরে অ্যাডিলেডে দিন রাতের টেস্টে ব্যাটিং করার সময় হাতে গুরুতর চোট পান সামি। প্যাট কামিন্সের (Pat Cummins) বলে চোট পান কনুইয়ে। মাঝপথেই দেশে ফিরে আসেন সামি। এরপর ইংল্যান্ড বিরুদ্ধেও দলের বাইরে ছিলেন তিনি। সেইসময় এনসিএ-তে রিহ্যাবে ছিলেন বাংলার পেসার।
আইপিএল মাঝপথে স্থগিত হয়ে গেলেও, আইপিএল খেলেই নিজের ফর্ম ফিরে পেয়েছেন সামি। টুর্নামেন্ট স্থগিত হয়ে যাওয়ার পর নিজেই জানালেন সে কথা। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলার ফলে বুঝতে পেরেছি আমার শরীর কখন কি রকম আচরণ করে। আমি জানি, কতটা অনুশীলন প্রয়োজন, খাওয়া দাওয়াও কতটা করা উচিত। এই জিনিসগুলোই আমাকে সাহায্য করেছে দ্রুত ফিট হয়ে উঠতে।’ আইপিএল-১৪য় পঞ্জাব কিংসের হয়ে ৮ উইকেট নেন মহম্মদ সামি। পরের মাসেই সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। চোট সারিয়ে ভারতীয় দলে ফিরেছেন। আপাতত সেদিকেই ফোকাস সামির। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালের পর ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ টেস্টের সিরিজ রয়েছে ভারতের। সামি বলেন, ‘আমার পারফরমেন্স আমি বেশি কিছু ভাবি না। তবে আইপিএল খেলে আমি ছন্দ ফিরে পেয়েছি।’
৩০ বছরের ডান হাতি বাংলার পেসার ২০০ উইকেট থেকে কয়েকধাপ দূরে। আর ২০টা উইকেট নিলেই কপিল দেব, জাহির খান, জাভাগাল শ্রীনাথ, ইশান্ত শর্মাদের ক্লাবে যোগ দেবেন তিনি। ইংল্যান্ড সফরে সেই লক্ষ্য পূরণ হতেই পারে। তবে মহম্মদ সামি আপাতত ম্যাচ প্রতি ম্যাচই ভাবতে চান।
আরও পড়ুন: বিরাটকে চিরকাল মনে রাখব, বলছেন অজি ক্যাপ্টেন পেইন