বিরাটকে চিরকাল মনে রাখব, বলছেন অজি ক্যাপ্টেন পেইন

আগ্রাসনের জন্য ক্রিকেট বিশ্বে জনপ্রিয় বিরাট। বিপক্ষের বিরুদ্ধে ব্যাটসম্যান বিরাট তো বটেই, ক্যাপ্টেন বিরাটও অসম্ভব আগ্রাসী ক্রিকেট তুলে ধরেন।

বিরাটকে চিরকাল মনে রাখব, বলছেন অজি ক্যাপ্টেন পেইন
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: May 16, 2021 | 7:21 PM

সিডনি: ভারতীয় টিমের ক্যাপ্টেন বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে ২০১৮-১৯ সালের সফরে দুরন্ত দ্বৈরথ ছিল। চলতি বছরের শুরুতে ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) সিরিজ হলেও বিরাট প্রথম টেস্টে পর ফিরে এসেছিলেন দেশে। সেই বিরাটে মুগ্ধ অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন টিম পেইন (Tim Paine)। ভারতের ক্যাপ্টেনকেই তিনি বিশ্বের সেরা ব্যাটসম্যান বলছেন।

পেইনের কথায়, ‘বিরাট এমন প্লেয়ার, এর আগেও আমি বারবার বলেছি, ওকে যে কোনও ক্যাপ্টেন নিজের টিমে চাইবে। প্রতিদ্বন্দ্বী হিসেবে অবিশ্বাস রকম ভালো। কোনও সন্দেহ নেই, ওই বিশ্বের সেরা ব্যাটসম্যান।’

আগ্রাসনের জন্য ক্রিকেট বিশ্বে জনপ্রিয় বিরাট। বিপক্ষের বিরুদ্ধে ব্যাটসম্যান বিরাট তো বটেই, ক্যাপ্টেন বিরাটও অসম্ভব আগ্রাসী ক্রিকেট তুলে ধরেন। যে কারণে ভারতীয় টিম যে কোনও ম্যাচেই অ্যাডেড অ্যাডভান্টেজ নিয়ে নামে। পেইন তা মনে করিয়ে দিলে বলেছেন, ‘বিপক্ষকে সব সময় চ্যালেঞ্জ করে বিরাট। আর সেটা করতে গিয়ে জয় ঠিক বের করে আনে। সত্যিই ভালো ক্রিকেটার ও।’

অস্ট্রেলিয়ার মাটিতে ভারত এর আগে কখনও টেস্ট সিরিজ জেতেনি। পর পর দুটো সিরিজ জিতে ভারত প্রমাণ করে দিয়েছে, যে কোনও টিমকে হারানোর ক্ষমতা রাখে তারা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগামী মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামবেন বিরাটরা। পেইন বলছেন, ‘যে জায়গা থেকে উঠে এসে আমি অস্ট্রেলিয়ার হয়ে খেলেছি, বিরাটকে চিরকাল মনে রাখব।’

আরও পড়ুন: প্রতিদিন আরও শক্তিশালী হয়ে উঠছি: টি নটরাজন