Mohammed Shami: মাঠে ফিরেই ৪ উইকেট, ইন্দোরে উজ্জ্বল মহম্মদ সামি; বাড়ছে কি BGT-র আশা?
Ranji Trophy 2024-25: সামির অনবদ্য বোলিংয়ের সুবাদে বাংলা যে অ্যাডভান্টেজ পাচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না। এ বার সামির অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছে, তা হলে কি তারকা পেসারকে অস্ট্রেলিয়া সফরে দেখা যাবে? যদিও তা এখনও নিশ্চিত নয়।
কলকাতা: বাইশ গজে ফেরার জন্য মহম্মদ সামি (Mohammed Shami) উতলা ছিলেন। বুধবার ইন্দোরে শুরু হওয়া বাংলা বনাম মধ্যপ্রদেশ ম্যাচে দীর্ঘদিন পর বোলিং করেন ভারতীয় তারকা পেসার। প্রথম দিন ১০ ওভার বোলিং করেছিলেন সামি। একটি মেডেন সহ ৩৪ রান দিয়েছিলেন। কিন্তু উইকেটের দেখা মেলেনি। দ্বিতীয় দিন সামি ৯ ওভার বোলিং করেন। ৩টি মেডেন সহ তুলে নেন ৪টি উইকেট। ১ উইকেটে ১০৩ রানে প্রথম দিন শেষ করেছিল মধ্যপ্রদেশ। সেখান থেকে মধ্যপ্রদেশ ৬৪ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে। সামির অনবদ্য বোলিংয়ের সুবাদে বাংলা যে অ্যাডভান্টেজ পাচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না। এ বার সামির অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছে, তা হলে কি তারকা পেসারকে অস্ট্রেলিয়া সফরে দেখা যাবে? যদিও তা এখনও নিশ্চিত নয়।
দ্বিতীয় দিনের শুরুতেই রজত পাতিদারের উইকেট তুলে নেন সূরজ সিন্ধু জয়সওয়াল। এরপর ৩৫তম ওভারের দ্বিতীয় বলে সূরজ তুলে নেন ওপেনার শুভ্রাংশু সেনাপতির (৪৭) উইকেট। এরপর ৪০তম ওভারের চতুর্থ বলে মহম্মদ সামি ফেরান মধ্যপ্রদেশের অধিনায়ক শুভম শর্মাকে (৮)। প্রায় এক বছর পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে এটাই সামির প্রত্যাবর্তন উইকেট। এরপর ভেঙ্কটেশ আইয়ার (৩), সারাংশ জৈন (৭), কুমার কার্তিকেয়র (৯) উইকেট তুলে নেন সামি। সূরজ, সামিদের দাপুটে বোলিংয়ের সুবাদে মধ্যপ্রদেশের প্রথম ইনিংস গুটিয়ে যায় ১৬৭ রানে। সামি প্রথম ইনিংসে ১৯ ওভারে ৪টি মেডেন সহ ৫৪ রান খরচ করে ৪ উইকেট ঝুলিতে ভরেন। ইকোনমি রেট ২.৮৪। বাংলার সকল বোলারদের মধ্যে সবচেয়ে বেশি ডট বল করেছেন সামি (৯০টি)।
Mohammed Shami Bowling vs MP in the #RanjiTrophy.
Video – @mp_score_update and Saurajit Chatterjee pic.twitter.com/4kU1Rxlcj6
— CricDomestic (@CricDomestic_) November 13, 2024
প্রথম ইনিংসে বাংলা ২২৮ রান তুলেছিল। এরপর মধ্যপ্রদেশ ১৬৭ রানে অল আউট হওয়ার ফলে লাঞ্চ বিরতিতে বাংলা ৬১ রানের লিড নেয়। এ বার দেখার এই ম্যাচ থেকে বাংলা ফুল মার্কস পায় কিনা।