জোড়া গোলে পিছিয়ে থেকে ড্র মহমেডানের

সাদা-কালো শিবিরের খবর, রাফায়েলের চোট গুরুতর। ছয় সপ্তাহ মাঠের বাইরে তিনি।

জোড়া গোলে পিছিয়ে থেকে ড্র মহমেডানের
লিগ টেবিলের দ্বিতীয় স্থানে মহমেডান স্পোর্টিং। ছবি সৌজন্যে: আইলিগ (টুইটার)
Follow Us:
| Updated on: Jan 19, 2021 | 9:03 PM

ট্রাউ এফসি ২  মহমেডান স্পোর্টিং ২  

কল্যাণী : চোটের থাবায় কাহিল মহমেডান স্পোর্টিং। আইলিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার রাফায়েল ও ফাতাউকে ছাড়াই মাঠে নেমেছিল সাদা-কালো ব্রিগেড। ট্রাউ এফসির বিরুদ্ধে প্রথমার্ধে জোড়া গোলে পিছিয়ে থেকেও এক পয়েন্ট পেল শঙ্করলালের দল। ম্যাচে দ্বিতীয় মিনিটে তুরসনভের গোলে পিছিয়ে পরে মহমেডান। প্রথমার্ধের ইনজুরি টাইমে ট্রাউকে ২-০ গোলে এগিয়ে দেন হেল্ডার।

আরও পড়ুন: করোনায় আক্রান্ত হয়েছিলেন সানিয়া মির্জা

দ্বিতীয়ার্ধে চাপের মুখে খেলায় ফেরে মহমেডান। ৫৮ মিনিটে নিখিল কদমের গোলে ব্যবধান কমায় শঙ্করলালের দল। ১০ মিনিটের মধ্যে ম্যাচ সমতা ফেরান হিরা মণ্ডল। তিন ম্যাচে একটি জয়, দুটি ড্র। পাঁচ পয়েন্ট নিয়ে লিগের দ্বিতীয় স্থানে মহমেডান স্পোর্টিং।

আরও পড়ুন:করোনায় আক্রান্ত হয়েছিলেন সানিয়া মির্জা

সাদা-কালো শিবিরের খবর, রাফায়েলের চোট গুরুতর। ছয় সপ্তাহ মাঠের বাইরে তিনি। কার্যত আইলিগে তাঁকে আর পাওয়া যাবে না। ফাতাউয়ের অবস্থাও খুব একটা ভালও নয়। তাঁকে লিগে আর পাওয়া যাবে কি না সেটা নিয়ে সংশয়ে মহমেডান শিবির। এই অবস্থায় লিগের মাঝ পথে আবার বিদেশি বদলের রাস্তায় হাঁটতে হতে পারে শঙ্করলালের দলকে। রবিবার পাঞ্জাব এফসির বিরুদ্ধে মাঠে নামবে মহমেডান।