করোনায় আক্রান্ত হয়েছিলেন সানিয়া মির্জা
সবাইকে মাস্ক পরে থাকার পরামর্শ দিচ্ছেন হায়দ্রাবাদী টেনিস সুন্দরী।
হায়দরাবাদ: করোনায় আক্রান্ত হয়েছিলেন সানিয়া মির্জা। সোশ্যাল মিডিয়ায় করোনায় আক্রান্ত হওয়ার কথা নিজেই জানালেন সানিয়া মির্জা। ৬ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন সানিয়া মির্জা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানান, ‘আমিও করোনায় আক্রান্ত হয়েছিলাম। এখন আমি পুরোপুরি সুস্থ। আমার মধ্যে মারাত্মক কোনও উপসর্গ দেখা যায়নি। তবে আমি আইসোলেশনেই ছিলাম। আমার ২ বছরের ছেলে এবং পরিবারের থেকে আলাদা ছিলাম। আর সেটাই ছিল সবচেয়ে কঠিন সময়।’
View this post on Instagram
আরও পড়ুন:বিদেশের মাঠে ভারতের সর্বকালের সেরা সিরিজ জয়
এরই সঙ্গে করোনা ভাইরাসের ব্যাপারে সতর্কতা অবলম্বন করার কথাও জানান হায়দ্রাবাদী টেনিস সুন্দরী। করোনা কতটা ভয়াবহ সে ব্যাপারে একটা সচেতনতামূলক পোস্টও করেন সানিয়া মির্জা। মারণ ভাইরাসের হাত থেকেই রেহাই পেতে সবাইকে মাস্ক পরে থাকার পরামর্শ দিয়েছেন হায়দ্রাবাদী টেনিস সুন্দরী।