কলকাতা: লাভ বার্ডস… ভারতের দুই তারকা অ্যাথলিটের এক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তারপরই এমন মন্তব্যের ঢল বয়ে গিয়েছে। ঠিক যেন লাজুক প্রেমিক-প্রেমিকা… এ কথাও অনেকেই বলতে শুরু করেছেন। কথা হচ্ছে প্যারিস অলিম্পিকে জ্যাভলিন থ্রোতে রুপো পাওয়া নীরজ চোপড়া (Neeraj Chopra) এবং শুটিংয়ে জোড়া ব্রোঞ্জ পাওয়া মনু ভাকেরকে (Manu Bhaker) নিয়ে। নীরজ ও মনু ভারতের গর্ব। এই দুই লাজুক অ্যাথলিট প্যারিস অলিম্পিকের পর একসঙ্গে কথা বলছিলেন। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে।
নীরজ চোপড়া এমনিতেই কম কথা বলেন। ক্রীড়া মহলে তাঁকে অনেকেই লাজুক প্রকৃতির বলেন। সেই নীরজকে এ বার লাজুক ভাবে কথা বলতে দেখা গিয়েছে মনু ভাকেরের সঙ্গে। প্যারিস গেমসে জোড়া ব্রোঞ্জ পাওয়া মনু ভাকেরের সঙ্গে তাঁর কথা বলার যে ভিডিয়ো ছড়িয়েছে নেটমাধ্যমে, সেখানে দেখা গিয়েছে তাঁরা একে অপরের চোখে চোখ রেখে কথা বলছেন না। দু’জনই যে লাজুক, তা বোঝা যাচ্ছিল। তাঁদের কী নিয়ে কথা হচ্ছিল, তা ভালো করে সেই ভিডিয়োতে শোনা যায়নি। চারপাশের আওয়াজের জন্য।
Look at the confidence of our medalists Neeraj Chopra and Manu Bhaker both can’t look each other in the eyes while talking pic.twitter.com/fMc2ACDPaT
— Yanika_Lit (@LogicLitLatte) August 11, 2024
পানিপতের ছেলে নীরজকে অবশ্য শুধু মনুর সঙ্গেই কথা বলতে দেখা যায়নি। তাঁর মায়ের সঙ্গেও নীরজের কথা বলার ভিডিয়ো ভাইরাল হয়েছে। কিন্তু তাঁদের কথোপকথন আশেপাশের আওয়াজের জন্য শোনা যায়নি। কিন্তু ওই ভিডিয়োটিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
Manu Bhaker’s Mother with Neeraj Chopra. pic.twitter.com/SDWbaWeOG7
— Avinash Aryan (@avinasharyan09) August 11, 2024
ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া। টোকিও অলিম্পিকে সোনা জিতে ইতিহাস গড়েছিলেন তিনি। ভারতে তাঁর জন্য জ্যাভলিন থ্রো জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে। প্যারিসে তিনি চেষ্টা করেছিলেন সোনা জেতার। কিন্তু তাঁকে ছাপিয়ে যায় পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আর্শাদ নাদিম। এবং সোনা জিতে নেন পাক তারকা।