Neeraj Chopra vs Arshad Nadeem: জ্যাভলিন ফাইনালেও ভারত-পাক! বাবররা বলছেন, ‘সোনা জিতব আমরাই’

Aug 08, 2024 | 8:15 PM

Paris 2024: প্যারিস অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে বৃহস্পতিবার রাতে দেখা যাবে ভারত-পাক লড়াই। কারণ ফাইনালে উঠেছেন ভারতের নীরজ চোপড়া ও পাকিস্তানের আর্শাদ নাদিম। আরও ১০ জন জ্যাভলিন থ্রোয়ারকে অ্যাকশনে দেখা যাবে। কিন্তু বিশেষ নজর থাকবে ভারত-পাক লড়াইয়ে।

Neeraj Chopra vs Arshad Nadeem: জ্যাভলিন ফাইনালেও ভারত-পাক! বাবররা বলছেন, সোনা জিতব আমরাই
Neeraj Chopra vs Arshad Nadeem: জ্যাভলিন ফাইনালেও ভারত-পাক! বাবররা বলছেন, 'সোনা জিতব আমরাই'
Image Credit source: X

Follow Us

কলকাতা: ক্রিকেট, ফুটবল, হকি হোক বা স্কোয়াশ ক্রীড়া জগতে ভারত-পাকিস্তান মানেই রোমাঞ্চকর ম্যাচ। আজ, বৃহস্পতিবার প্যারিস অলিম্পিকের জ্যাভলিন থ্রো ফাইনালে দেখা যাবে ভারত-পাকিস্তানের লড়াই। পুরুষদের জ্যাভলিন থ্রো ফাইনালে প্রতিযোগী ১২ জন। তবে পাকিস্তানি ক্রিকেটারদের কাছে অলিম্পিক জ্য়াভলিনের ফাইনালটা যেন শুধুমাত্র আর্শাদ নাদিম বনাম নীরজ চোপড়া। পিসিবির সোশ্যাল মিডিয়া সাইট X এ একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে, বাবর আজম, শাহিন আফ্রিদিরা পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আর্শাদ নাদিমকে ফাইনালে ওঠার শুভেচ্ছা জানান। পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে লড়তে দেখা যাবে ভারতের নীরজ চোপড়া (Neeraj Chopra), পাকিস্তানের আর্শাদ নাদিমকে (Arshad Nadeem)। তাঁদের পাশাপাশি আরও ১০ জন জ্যাভলিন থ্রোয়াররা পদকের লক্ষ্যে নামবেন।

পিসিবির শেয়ার করা ভিডিয়োতে পাকিস্তানের টেস্ট ক্যাপ্টেন শান মাসুদ বলেন, ‘আর্শাদ নাদিম ফাইনালে ওঠার জন্য তোমাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমার প্রার্থনা তোমার সঙ্গে রয়েছে। আশা করছি তুমি পাকিস্তানকে প্যারিস অলিম্পিক থেকে পদক এনে দেবে। পাকিস্তানের খেলায় তোমার যা অবদান, প্রাপ্তি, তা নিয়ে যতই বলি কম। তুমি অনেকের রোল মডেল। আশা করি অলিম্পিক থেকে পদক জিতে দেশকে গর্বিত করবে।’

পাকিস্তান টেস্ট ক্রিকেট টিমের সহ-অধিনায়ক সাউদ শাকিল বলেন, ‘আমার পক্ষ থেকে ও দেশের সকলের পক্ষ থেকে আর্শাদ নাদিমকে ফাইনালে ওঠার জন্য শুভেচ্ছা জানাই। আমরা প্রার্থনা করছি, আপনি যেন প্যারিস অলিম্পিক থেকে পাকিস্তানের জন্য সোনার পদক আনতে পারেন।’ পাক তারকা ক্রিকেটার বাবর আজম বলেন, ‘আর্শাদ নাদিম ফাইনালে উঠেছে। আমরা সকলে ওর জন্য প্রার্থনা করছি। যেন ও প্যারিস অলিম্পিকে পাকিস্তানের জন্য সোনা জেতে।’

পাক তরুণ জোরে বোলার নাসিম শাহ বলেন, ‘আর্শাদ নাদিম ফাইনালে ওঠায় শুভেচ্ছা জানাই। আমাদের সকলের প্রার্থনা তাঁর জন্য রয়েছে। আশা করি তিনি প্যারিসে সোনা জিতবে। যে ভাবে তিনি খেলছেন, তাতে মনে হয় সোনা জিততে পারবেন।’ পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার সরফরাজ আহমেদ বলেন, ‘আর্শাদ নাদিম প্যারিস অলিম্পিকে জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে নামবেন। পাকিস্তান থেকে আমরা শুভকামনা জানাই। আশা করি আপনি প্যারিস থেকে সোনা জিতে দেশে ফিরবেন।’

Next Article