কলকাতা: প্যারিস অলিম্পিকে জোড়া ব্রোঞ্জ পাওয়ার পর থেকে শিরোনামে মনু ভাকের। প্যারিস গেমস থেকে ৬টি পদক নিয়ে দেশে ফিরেছেন ভারতীয় অ্যাথলিটরা। তার মধ্যে ২টো ব্রোঞ্জ পাওয়ার জন্য ২২ বছরের শুটারকে প্যারিস অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বাহকের সম্মান দেওয়া হয়। সেখানে তাঁর সঙ্গী ছিলেন দেশের হকি টিমের গোলকিপার পিআর শ্রীজেশ। মনু ভাকের (Manu Bhaker) ভারতে ফেরার পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাঁকে শুভেচ্ছাবার্তা, সংবর্ধনা দেওয়া হচ্ছে। এ বার ‘কসমোপলিটান’ ম্যাগজিনের সঙ্গে এক আলাপচারিতার সময় মনুকে প্রশ্ন করা হয়, এমন এক ক্রীড়াবিদের নাম বলতে, যাঁর সঙ্গে তিনি একটা দিন কাটাতে চান। অনেকেই অবাক হতে পারেন এটা শুনে যে, সেখানে নীরজ চোপড়ার (Neeraj Chopra) নাম বলেননি মনু। কারণ অলিম্পিকের পর তাঁর সঙ্গে নীরজের কথা বলার এক ভিডিয়ো ভাইরাল হয়েছিল। তারপর থেকে তাঁদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে।
অলিম্পিকে জোড়া পদকজয়ী মনু অবশ্য একজন ক্রীড়াবিদের নাম বলেননি। তিনি বলেন, ‘আমি আমার প্রিয় কয়েকজনের নাম বলতে পারি। উসেইন বোল্ট (কিংবদন্তি জামাইকান স্প্রিন্টার) তাঁদের মধ্যে একজন। আমি অনেক বার তাঁর বই পড়েছি এবং তাঁর সফরের বিষয়ে ভালো মতোই জানি। তাঁর একাধিক সাক্ষাৎকারও দেখেছি আমি।’
উসেইন বোল্টের নাম বলেই অবশ্য থেমে থাকেননি মনু। তিনি ভারতের তিন কিংবদন্তি ক্রিকেটারের নামও বলেন, যাঁদের সঙ্গে তিনি একটা দিন কাটাতে চান। মনুর কথায়, ‘ভারতের ক্রিকেটারদের মধ্যে সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির নাম বলব। যদি তাঁদের মধ্য থেকে কারও সঙ্গে আমি একটা ঘণ্টা কাটাতে পারি, তা হলেও সেটা আমার জন্য সম্মানের হবে।’