কোয়ারান্টিন পর্ব নিয়ে কড়া চিঠি জোকারের

জোকারের পাশাপাশি জনপ্রিয় টেনিস কোচ ড্যানিয়েল ভালভার্দু পর্যন্ত বলেছেন, অস্ট্রেলিয়ান ওপেনের জন্য প্লেয়ারদের জন্য যে কোয়ারান্টিন পর্ব রাখা হয়েছে, তা শিথিল হওয়া উচিত।

কোয়ারান্টিন পর্ব নিয়ে কড়া চিঠি জোকারের
কোয়ারান্টিন পর্ব নিয়ে কড়া চিঠি জোকারের। (সৌজন্যে-নোভাক জকোভিচ টুইটার)
Follow Us:
| Updated on: Jan 21, 2021 | 3:50 PM

মেলবোর্ন: করোনা নিয়ে বাড়াবাড়ি করছেন অস্ট্রেলিয়ান ওপেনের আয়োজকরা। শীর্ষ কর্তা ক্রেইগ টিলেকে কড়া চিঠি পাঠালেন নোভাক জকোভিচ। বিশ্বের এক নম্বর টেনিস তারকা দাবি তুলেছেন, মেলবোর্নের কোয়ারান্টিন পর্ব প্রতিযোগীদের জন্য আরও সহজ হওয়া উচিত। প্লেয়ারদের জন্য এমন বাড়ির আয়োজন করতে বলেছেন, যেখানে টেনিস কোর্টও থাকে।

আরও পড়ুন: শহরে পৌঁছেই বাবার কবরে প্রার্থনা সিরাজের

অস্ট্রেলিয়া ওপেনে খেলার জন্য জকোভিচ, রাফায়েল নাদালদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারান্টিনে থাকতে হচ্ছে। সব মিলিয়ে প্রায় ৭২ জন প্লেয়ার হোটেলে ঘরবন্দি। তাঁদের প্র্যাক্টিসেও নামতে দেওয়া হচ্ছে না। জোকার তাঁর খোলা চিঠিতে কড়া ভাষায় লিখেছেন, ‘আমার সতীর্থদের পাশে দাঁড়িয়ে যে দাবিগুলো তুলেছি, সেগুলো অন্য ভাবে ব্যাখ্যা করা হয়েছে। পুরো কোয়ারান্টিন পর্বটা বেশ জটিল ও কঠিনও। এই পরিস্থিতিতে পড়ে অন্যান্যরা যে চাপে পড়ে গিয়েছে, সেটা অনুভব করছি বলেই এই কথাগুলো বলেছি।’

জোকারের পাশাপাশি জনপ্রিয় টেনিস কোচ ড্যানিয়েল ভালভার্দু পর্যন্ত বলেছেন, অস্ট্রেলিয়ান ওপেনের জন্য প্লেয়ারদের জন্য যে কোয়ারান্টিন পর্ব রাখা হয়েছে, তা শিথিল হওয়া উচিত। প্র্যাক্টিসের ক্ষেত্রে অন্তত নিয়মে কিছুটা রদবদল দরকার। আটবার অস্ট্রেলিয়ান ওপেন জেতা জকোভিচ বলেছেন, ‘আমরা যারা অস্ট্রেলিয়ান ওপেন খেলব বলে এসেছি, তারা প্র্যাক্টিস পর্যন্ত করতে পারছি না। টুর্নামেন্টে নামার আগে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেটা না পেলে যে কোনও প্লেয়ারের পক্ষে ব্যাপারটা কঠিন হবে। এই পরিস্থিতি ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারান্টিন মেনে নেওয়া কঠিন।’