Asian Wrestling Championships: সোনা হাতছাড়া অংশুর, মনীষার ঝুলিতে ব্রোঞ্জ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 22, 2022 | 7:21 PM

রুপোতেই সন্তুষ্ট থাকতে হল অংশুকে।

Asian Wrestling Championships: সোনা হাতছাড়া অংশুর, মনীষার ঝুলিতে ব্রোঞ্জ
Asian Wrestling Championships: সোনা হাতছাড়া অংশুর, মনীষার ঝুলিতে ব্রোঞ্জ
Image Credit source: Twitter

Follow Us

মঙ্গোলিয়ায় চলতি এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে (Asian Wrestling Championships) মহিলাদের ৫৭ কেজি বিভাগের ফাইনালে উঠেছিলেন ভারতের অংশু মালিক (Anshu Malik)। একরাশ আশায় দেশবাসী অপেক্ষা করছিল, সোনা আসতে চলেছে দেশে। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপোজয়ী কুস্তিগির অংশু জাপানের সুগুমি সাকুরাইয়ের (Tsugumi Sakurai) কাছে হেরে যান ফাইনাল বাউটে। ফলে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল অংশুকে। হরিয়ানার নিদানি থেকে উঠে আসা ২০ বছর বয়সী কুস্তিগির অংশুর থেকে টোকিও অলিম্পিকের সময়ও বেশ প্রত্যাশা রেখেছিল দেশবাসী। যা পূরণ করতে পারেননি তিনি। চলতি প্রতিযোগিতায় অভূতপূর্ব দাপট দেখিয়েছিলেন অংশু। তবে সোনাটা তাও হাতছাড়া হল অংশুর। তবে একই দিনে আরও এক পদক এসেছে ভারতের ঝুলিতে। ৬২ কেজি বিভাগে ভারতের মনীষা পেয়েছেন ব্রোঞ্জ।

২০২০ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতার পর গতবছরও এই টুর্নামেন্টে স্বর্ণপদক জিতেছিলেন অংশু। ২০ বছর বয়সী ভারতীয় কুস্তিগির এই প্রতিযোগিতায় শুরুটা বেশ নজরকাড়া করেছিলেন। অংশু এই প্রতিযোগিতায় নিজের তিনটি বাউটেই টেকনিক্যাল সুপেরিওরিটি’র বিচারে জয় পেয়েছিলেন। প্রথম ম্যাচে উজবেকিস্তানের শোখিদা আখমেদোভার বিরুদ্ধে দুর্দান্ত জয় পান অংশু। পরের ম্যাচে সিঙ্গাপুরের ড্যানিয়েলে সুই চিঙ লিমকেও হারান অংশু। এরপর মঙ্গোলিয়ার বোলুর্তয়া খুরেলখুতে হারার শেষ চারের বাউটে। কিন্তু ফাইনালে তিনি কঠিন প্রতিপক্ষ জাপানের সুগুমির কাছে ৪-০ ফলাফলে হেরে যান।

অন্যদিকে ৬২ কেজি বিভাগে ভারতের মনীষাও পদক পেয়েছেন। তিনি ব্রোঞ্জ পদক ম্যাচে দক্ষিণ কোরিয়ার লি হানবিটকে ৪-২ ফলাফলে হারিয়ে ব্রোঞ্জ পদক পেয়েছেন। যদিও সেমিফাইনালে তিনি জাপানের নোনোকা ওজাকির কাছে মাত্র ৪০ সেকেন্ডে হেরে গিয়েছিলেন। তবে শেষ অবধি ব্রোঞ্জ পদক ম্যাচে হতাশ করলেন না মনীষা।

আরও পড়ুন:  DC vs RR LIVE Score, IPL 2022: রাজস্থানকে কড়া টক্কর দিতে তৈরি দিল্লি

আরও পড়ুন: IPL 2022 RCB vs SRH Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ

আরও পড়ুন: IPL 2022 KKR vs GT Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে রাজস্থান রয়্যালস বনাম গুজরাত টাইটান্সের ম্যাচ

Next Article