AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asian 2023 Highlights, Day 5: কলকাতার অনুশের ব্রোঞ্জ, শুটিংয়ে সোনা, উসুতে রুপো এল ভারতে

| Updated on: Sep 28, 2023 | 11:09 PM
Share

Asian Games 2023 Day 10 Live Updates in Bengali: আজ এশিয়াডের পঞ্চম দিনে মোট ১৫টি খেলায় দেখা যাবে ভারতের অ্যাথলিটদের। সাঁতার, তাস, ব্যাডমিন্টন, বক্সিং, সাইক্লিং, ইকুয়েস্ট্রিয়ান, ফুটবল, গল্ফ, জিমন্যাস্টিক্স, হকি, শুটিং, স্কোয়াশ, টেবল টেনিস, টেনিস ও উসুতে পারফর্ম করবেন ভারতের একাধিক অ্যাথলিট। এশিয়াডের পুঙ্খানুপুঙ্খ আপডেট জানতে নজর রাখুন এই লাইভব্লগে।

Asian 2023 Highlights, Day 5: কলকাতার অনুশের ব্রোঞ্জ, শুটিংয়ে সোনা, উসুতে রুপো এল ভারতে
পঞ্চম দিন শুটিংয়ে সোনা, উসুতে রুপো এল ভারতে

হানঝাউ: দেখতে দেখতে ১৯তম এশিয়ান গেমসের (Asian Games 2023) এক একটা দিন এগিয়ে চলেছে। আর এই মাল্টি স্পোর্টস ইভেন্ট থেকে ভারতীয় অ্যাথলিটরাও একের পর এক পদক নিয়ে আসছেন। পঞ্চম দিনের ইভেন্ট শুরু হওয়ার আগে ৫টি সোনা, ৭টি রুপো এবং ১০টি ব্রোঞ্জ মিলিয়ে মোট ২২টি পদক এসেছে ভারতে। আজ, বৃহস্পতিবার ভারতের অ্যাথলিটরা একাধিক ইভেন্টে পারফর্ম করবেন। আজ এশিয়াডের পঞ্চম দিনে মোট ১৫টি খেলায় দেখা যাবে ভারতের অ্যাথলিটদের। তার মধ্যে ১১৭ জন অ্যাথলিটকে পারফর্ম করতে দেখা যাবে। সাঁতার, তাস, ব্যাডমিন্টন, বক্সিং, সাইক্লিং, ইকুয়েস্ট্রিয়ান, ফুটবল, গল্ফ, জিমন্যাস্টিক্স, হকি, শুটিং, স্কোয়াশ, টেবল টেনিস, টেনিস ও উসুতে পারফর্ম করবেন ভারতের একাধিক অ্যাথলিট। উসুতে রুপো পেয়েছেন রোশিবিনা দেবী। ইকুয়েস্ট্রিয়ানে ব্রোঞ্জ পেয়েছেন কলকাতার অনুশ আগরওয়াল। শুটিংয়ে এসেছে সোনা। TV9Bangla Sports এর এই লাইভব্লগে পাবেন এশিয়ান গেমসের পঞ্চম দিনের একাধিক ইভেন্টের খুঁটিনাটি তথ্য।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 28 Sep 2023 08:01 PM (IST)

    Asian Games, Hockey: হকিতে কার্যত শেষ চারে ভারত

    জাপানের বিরুদ্ধে ৪-২ ব্যবধানে জিতে এশিয়ান গেমসে হকিতে কার্যত শেষ চারে পৌঁছে গেল ভারত।

  • 28 Sep 2023 04:56 PM (IST)

    Asian Games, Squash: পুরুষদের স্কোয়াশ টিম পদক নিশ্চিত করল

    ভাপতের মহিলাদের পর পুরুষ স্কোয়াশ টিম পদক নিশ্চিত করল। ভারতীয় পুরুষ স্কোয়াশ প্লেয়াররা নেপালকে ৩-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠল।

  • 28 Sep 2023 04:29 PM (IST)

    Asian Games, Tennis: টেনিসে পদক নিশ্চিত করলেন রাম-সাকেথ

    এশিয়ান গেমসে পুরুষদের ডাবলসে ভারতের রামকুমার রমানাথন ও সাকেথ মাইনেনি কোরিয়ান জুটিকে হারিয়েছে ফাইনালে উঠেছেন। ম্যাচের ফল ৬-১, ৬-৭, ১০-০ (টাইব্রেক) ভারতীয় টেনিস জুটির পক্ষে। তাঁরা এ বার সোনার পদকের লড়াইয়ে নামবেন।

  • 28 Sep 2023 03:07 PM (IST)

    অনুশের ব্রোঞ্জ

    এশিয়ান গেমসে ইকুয়েস্ট্রিয়ানে টিম ইভেন্টে সোনা জিতে ইতিহাস গড়েছিল ভারত। সেই টিমের গুরুত্বপূর্ণ সদস্য অনুশ আগরওয়ালের। কলকাতার অনুশ এ বার ইকুস্ট্রিয়ানের ড্রেসজ ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ পেলেন।

  • 28 Sep 2023 02:45 PM (IST)

    Asian Games, Gymnastics: ভল্ট ফাইনালে হতাশ করলেন প্রণতি

    এশিয়ান গেমসে আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে মেয়েদের ভল্ট ফাইনালে হতাশ করলেন বাংলার প্রণতি। আট নম্বরে তিনি শেষ করলেন।

  • 28 Sep 2023 02:26 PM (IST)

    Asian Games, Squash: স্কোয়াশে ব্রোঞ্জ নিশ্চিত অনাহতদের

    ভারতীয় মহিলা স্কেয়াশ টিম মালয়েশিয়ার কাছে হারলেও সেমিফাইনালে পৌঁছেছে। সেই সঙ্গে এশিয়াড থেকে ব্রোঞ্চ নিশ্চিত করলেন অনাহত-জোৎস্নারা।

  • 28 Sep 2023 10:26 AM (IST)

    Asian Games, Wushu: রুপো পাওয়া রোশিবিনাকে শুভেচ্ছা মোদীর

    উসুতে মেয়েদের ৬০ কেজি বিভাগে সান্দ্রাতে রুপো পাওয়া মণিপুরের প্লেয়ার রোশিবিনা দেবীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • 28 Sep 2023 08:30 AM (IST)

    Asian Games, BADMINTON: ব্যাডমিন্টনে কোয়ার্টার ফাইনালে ভারতের মেয়েদের টিম

    ব্যাডমিন্টনে রাউন্ড অব-১৬-র ম্যাচে মঙ্গোলিয়াকে ৩-০ ব্যবধানে হারালেন ভারতের মহিলা শাটলাররা। কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধুরা।

  • 28 Sep 2023 07:59 AM (IST)

    Asian Games, Shooting: শুটিংয়ে সোনা ভারতের

    ১০ মিটার এয়ার পিস্তল টিম ইভেন্টে ভারতীয় পুরুষ দল সোনা জিতল।

  • 28 Sep 2023 07:34 AM (IST)

    Asian Games, Wushu: দিনের প্রথম পদক

    উসুতে মেয়েদের ৬০ কেজি বিভাগে রুপো পেলেন রোশিবিনা দেবী। বৃহস্পতিবার, ভারতের এটি প্রথম পদক।

  • 28 Sep 2023 07:20 AM (IST)

    এশিয়াডে আজ কোন ইভেন্টে নামবেন ভারতীয় অ্যাথলিটরা?

    এশিয়ান গেমসে বুধবার মোট আটটি পদক জিতেছে। আজ আরও পদকের প্রত্যাশায় দিন শুরু করবে টিম ইন্ডিয়া। সবচেয়ে বেশি নজর থাকবে উসুতে। সোনার পদকের ম্যাচে নামছেন রোশিবিনা দেবী। হয়তো দিনের শুরুটা সোনার পদকেই হল! বাংলার ক্রীড়া প্রেমীদের নজর থাকবে জিমন্যাস্টিক্সে।

    পড়ুন বিস্তারিত – উসুতে সোনার প্রত্যাশা, ভল্টের ফাইনালে নামছেন প্রণতি; জেনে নিন সূচি

Published On - Sep 28,2023 6:00 AM