JAVELIN : ফি-বছর ৭ আগস্ট দেশ জুড়ে জ্যাভলিন প্রতিযোগিতা

TV9 Bangla Digital | Edited By: raktim ghosh

Aug 10, 2021 | 3:24 PM

ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনের চেয়ারম্যান ললিত ভানোত জানান, এ বার থেকে প্রতি বছর ৭ আগস্ট দেশের সারা জায়গায় জ্যাভলিন প্রতিযোগিতা হবে। এ বছর ৭ আগস্ট টোকিওর মঞ্চে জ্যাভলিনে ৮৭.৫৮ মিটার ছুড়ে সোনা জিতেছেন নীরজ।

JAVELIN : ফি-বছর ৭ আগস্ট দেশ জুড়ে জ্যাভলিন প্রতিযোগিতা
নীরজ সম্মানে

Follow Us

নয়াদিল্লি: জ্যাভলিনে ইতিহাস গড়েছেন ভারতের নীরজ চোপড়া। সোনার ছেলের এই কৃতিত্বকে আজীবন স্বীকৃতি দিতে তৈরি ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশন। স্বাধীন ভারতে প্রথম বার ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা। এই কৃতিত্ব যাতে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আদর্শ উদাহরণ হয়ে থাকে তারই উদ্যোগ এএফআইয়ের।

ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনের চেয়ারম্যান ললিত ভানোত জানান, এ বার থেকে প্রতি বছর ৭ আগস্ট দেশের সারা জায়গায় জ্যাভলিন প্রতিযোগিতা হবে। এ বছর ৭ আগস্ট টোকিওর মঞ্চে জ্যাভলিনে ৮৭.৫৮ মিটার ছুড়ে সোনা জিতেছেন নীরজ। তাই প্রতি বছর এই দিনটাকে স্বর্ণাক্ষরে পালন করতে চায় ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশন। অর্থাৎ ৭ আগস্টকে ‘জ্যাভলিন দিবস’ আখ্যা দিচ্ছে এএফআই।

দেশে ফিরে নীরজ জানান, কোয়ালিফাইং রাউন্ডের চেয়ে ফাইনালে ভালো ফল করতে চেয়েছিলেন তিনি। সেই লক্ষ্যেই সচেষ্ট ছিলেন। আর সেই মতোই ফাইনালে প্রথম থ্রোয়ে ৮৭.০৩ মিটার এবং দ্বিতীয় থ্রোয়ে ৮৭.৫৮ মিটার ছুড়ে সাফল্য পান। সোনা পাবেন সেটা ভাবেননি। নীরজের এই অসাধারণ কৃতিত্বে জ্যাভলিনে যে ভবিষ্যৎ প্রজন্ম আরও উৎসাহিত হবে তা বলার অপেক্ষা রাখে না।

Next Article