Australian Open 2022: রাফার ২১তম গ্র্যান্ড স্লাম নাকি মেদভেদেভের দ্বিতীয়? ফাইনালের হাড্ডাহাড্ডি লড়াই আজ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 30, 2022 | 9:00 AM

পরপর দু'বার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন রাশিয়ার মেদভেদেভ। গত বার হারলেও, এ বার তিনি চাইবেন রাফাকে আটকে কেরিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জিতে নিতে।

Australian Open 2022: রাফার ২১তম গ্র্যান্ড স্লাম নাকি মেদভেদেভের দ্বিতীয়? ফাইনালের হাড্ডাহাড্ডি লড়াই আজ
অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মুখোমুখি রাফায়েল নাদাল ও দানিল মেদভেদেভ (Pic Courtesy - Twitter)

Follow Us

মেলবোর্ন: বছরের প্রথম গ্র্যান্ড স্লামটা জিতলেই রেকর্ড গড়ে ফেলবেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। কিন্তু ফাইনালে নামার আগে রেকর্ড নিয়ে কোনওমতেই ভাবতে চান না রাফা। চোট আঘাতকে দূরে সরিয়ে টুর্নামেন্টের ফাইনালে যে পৌঁছেছেন তিনি, তাতেই খুশি। এতদূর আসার পর কি আর খালি হাতে ফিরতে ভালো লাগে? নিশ্চিতভাবেই না। ফলে অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open) খেতাবটা মুঠোয় ভরতে চাইছেন রাফা। কিন্তু ফাইনালের লড়াইটা কিন্তু সহজ হবে না। টুর্নামেন্টের ফাইনালে বিশ্বের দু’নম্বর টেনিস প্লেয়ার দানিল মেদভেদেভর (Daniil Medvedev) মুখে নামবেন নাদাল। স্প্যানিশ টেনিস তারকার থেকে বয়সে ১০ বছরের ছোট মেদভেদেভ। কিন্তু বয়সে ছোট হলেই কী হবে। কোর্টে মেদভেদেভের আগ্রাসন কিন্তু দেখার মতো। গত বার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নোভাক জকোভিচের কাছে হারতে হয়েছিল রাশিয়ান টেনিস প্লেয়ারকে। আবারও এক বার টেনিস কোর্টে বিগ-থ্রি-র দাপটই অব্যাহত থাকবে? নাকি অঘটন ঘটাবেন রাশিয়ান টেনিস তারকা? তা জানা যাবে আজ টুর্নামেন্টের ফাইনালে।

এই নিয়ে কেরিয়ারের ষষ্ঠ অস্ট্রেলিয়ান ওপেন খেলতে নামবেন নাদাল। তবে, এখনও পর্যন্ত মাত্র এক বারই অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব জিতেছেন রাফা। ২০০৯ সালে ফাইনালে তাঁর কঠিন প্রতিপক্ষ রজার ফেডেরারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন স্প্যানিশ টেনিস তারকা। কিন্তু তার পর আর অস্ট্রেলিয়ান ওপেনের শিকে ছেড়েনি নাদালের। দীর্ঘ ১৩ বছরের খরা কাটিয়ে মেলবোর্ন পার্কে নাদাল দ্বিতীয় বার ট্রফি জিততে পারেন কিনা, সেদিকেই নজর থাকবে গোটা বিশ্বের।

পরপর দু’বার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন রাশিয়ার মেদভেদেভ। গত বার হারলেও, এ বার তিনি চাইবেন রাফাকে আটকে কেরিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জিতে নিতে। এর আগে ইউএস ওপেনে ২১তম গ্র্যান্ড স্লামের লক্ষ্যে নামা নোভাক জকোভিচকে হারিয়ে দিয়েছিলেন মেদভেদেভ। এ বার তাঁর সামনে সেই ২১তম গ্র্যান্ড স্লামের লক্ষ্যে নামতে চলেছেন রাফায়েল নাদাল। জোকারের মতো রাফাকেও তিনি আটকে দিতে পারলে সত্যিই তারুণ্যের দাপুটে জয় ছাড়া কিছু বলা যাবে না।

আরও পড়ুন: Australian Open 2022: ৪৪ বছরের খরা কাটিয়ে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন বার্টি

আরও পড়ুন: Australian Open 2022: আম্পায়ারের সঙ্গে বচসা, ১২ হাজার মার্কিন ডলার জরিমানা দানিল মেদভেদেভের

আরও পড়ুন: Australian Open 2022: কাঁদতে কাঁদতে নাদাল বললেন, ‘ভাবিইনি, এই জায়গায় পৌঁছব’

Next Article