Australian Open 2022: ৪৪ বছরের খরা কাটিয়ে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন বার্টি
Ashleigh Barty: ৪৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন অ্যাশলি বার্টি।
মেলবোর্ন: ক্রিস্টন ও’নিলের পরবর্তী মুখ কে হতে পারেন? ৪৪ বছর ধরে এই প্রশ্নের উত্তর খুঁজছিল অস্ট্রেলিয়া। অবশেষে অ্যাশলি বার্টি (Ashleigh Barty) তার জবাব দিলেন। ঘরের মাঠে ৪৪ বছর পর কেউ চ্যাম্পিয়ন হলেন মেলবোর্ন পার্কে। বছরের প্রথম গ্র্যান্ড স্লামে (Australian Open) মেয়েদের টেনিস বার্টির এই জয় রীতিমতো দাপিয়ে। আমেরিকার ড্যানিয়েলা কলিন্সকে (Danielle Collins) কার্যত দাঁড়াতেই দিলেন না। অজি তারকার সার্ভিস, রিটার্নের গতিতেই ছিটকে গিয়েছেন কলিন্স। দুরন্ত খেলে ফাইনালে উঠলেও বড় মঞ্চের চাপ নিতে পারলেন না তিনি। কলিন্সকে ৬-৩, ৭-৬ (২) হারালেন ঘরের মেয়ে।
??❤️
The moment Evonne Goolagong Cawley crowned @ashbarty the #AusOpen women's singles champion ?#AO2022 pic.twitter.com/ASBtI8xHjg
— #AusOpen (@AustralianOpen) January 29, 2022
বার্টি মাঠে নামার আগেই ১৯৭৮ সালে শেষবার অস্ট্রেলিয়ান ওপেন জেতা ও’নিল বলেছিলেন, ‘আমি বার্টির বিরাট ভক্ত। ও একটা ম্যাচকে দারুণ ভাবে খেলতে জানে। খুব গোছানো টেনিস খেলে। দাবাড়ুদের মতো এক-একটা পয়েন্ট সাজাতে পারে। ওর হাতে কাপটা দেখতে খুব খুশি হব।’
? @ashbarty ?#AusOpen • #AO2022 pic.twitter.com/fZUMFuQkEx
— #AusOpen (@AustralianOpen) January 29, 2022
শুরু থেকেই কলিন্সের বিরুদ্ধে আগ্রাসী টেনিস খেলেছেন বার্টি। সেই সঙ্গে মেয়েদের টেনিসে বিশ্বের এক নম্বর তারকার বিরুদ্ধে খেলতে নেমে খুব একটা ছন্দেও ছিলেন না কলিন্স। প্রচুর ভুল করেছেন। তার সুযোগ নিতে ভুল করেননি বার্টি। প্রথম সেটটা ৬-৩ জেতার পরই মনে হয়েছিল, ফাইনাল খুব বেশিক্ষণ গড়াবে না। দ্বিতীয় সেটে অবশ্য কিছুটা ফিরে আসার চেষ্টা করেছিলেন আমেরিকান টেনিস প্লেয়ার। শুরুতে ৩-০ও করে ফেলেছিলেন। কিন্তু সেখান থেকে আবার ঘুরে দাঁড়ান বার্টি। টাইব্রেকারে স্ট্রেট সেটে জিতে নেন ট্রফি।
ট্রফি জেতার পর উচ্ছ্বাসে ভেসে যাওয়ার বার্টি বলেছেন, ‘প্রথমে ধন্যবাদ জানাব ড্যানিয়েলাকে। আগামী দিনে ও এর থেকে অনেক বেশি লড়াই করবে, আমি নিশ্চিত। ফাইনালে যে ভাবে আমাকে সাপোর্ট করেছেন দেশের মানুষ, নিজেকে ভাগ্যবান মনে হচ্ছিল। ওরাই আমাকে তাতিয়ে দিয়েছিল।’
আরও পড়ুন: Australian Open 2022: আম্পায়ারের সঙ্গে বচসা, ১২ হাজার মার্কিন ডলার জরিমানা দানিল মেদভেদেভের