Viswanathan Anand: এশিয়ান গেমসে ভারতের মেন্টর বিশ্বনাথন আনন্দ

Asian Games: ১২ বছর পর এশিয়ান গেমসে ফিরতে চলেছে দাবা (chess)। চিনের হাংঝৌতে বসবে এ বারের এশিয়ান গেমসের আসর। তার আগে বড়সড় ঘোষণা করল সর্বভারতীয় দাবা ফেডারেশন (All India Chess Federation)।

Viswanathan Anand: এশিয়ান গেমসে ভারতের মেন্টর বিশ্বনাথন আনন্দ
বিশ্বনাথন আনন্দ (Pic Courtesy - Twitter)
Follow Us:
| Edited By: | Updated on: Jan 29, 2022 | 3:02 PM

নয়াদিল্লি: ১২ বছর পর এশিয়ান গেমসে (Asian Games) ফিরতে চলেছে দাবা (chess)। চিনের হাংঝৌতে বসবে এ বারের এশিয়ান গেমসের আসর। তার আগে বড়সড় ঘোষণা করল সর্বভারতীয় দাবা ফেডারেশন (All India Chess Federation)। আসন্ন এশিয়ান গেমসে ভারতের মেন্টরের ভূমিকায় থাকবেন পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ (Viswanathan Anand)। ভারতের ঝুলিতে পদক আনতে দাবাড়ুদের সাহায্য করবেন বিশ্বনাথন। চলতি বছরের ১০-২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এশিয়ান গেমস। ভারতীয় দাবাড়ুরা বিশ্বনাথনের পরামর্শে সমৃদ্ধ হবেন, তা বলার অপেক্ষা রাখে না।

সর্বভারতীয় দাবা ফেডারেশন এক বিবৃতিতে বলেছে, “আসন্ন এশিয়ান গেমসে চারটি স্বর্ণপদকে লক্ষ্য রেখে, কিংবদন্তি গ্র্যান্ডমাস্টার আনন্দ একটি অন্য ভূমিকা নেবেন এবং তিনি ভারতীয় দলের মেন্টরর ভূমিকা পালন করবেন। প্লেয়ার ও মেন্টরের মধ্যে প্রথম সেশন আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে।”

এর আগে বিশ্বনাথন গ্লোবাল দাবা লিগে এবং কলকাতায় টাটা স্টিল দাবা প্রতিযোগিতায় মেন্টরের ভূমিকা পালন করেছেন। এবং গত বছরের নভেম্বরে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে ধারাভাষ্যকারের ভূমিকাতেও দেখা গিয়েছে আনন্দকে। এ বার এশিয়ান গেমসে মেন্টরের দায়িত্ব পালন করবেন তিনি।

২০১০ সালে গুয়াংঝাউ এশিয়ান গেমসে শেষ বার দাবার ইভেন্ট আয়োজিত হয়েছিল। এবং সেখানে ভারত দুটি ব্রোঞ্জ পদক পেয়েছিল। এ বার তার থেকে বেশি পদকের আশায় রয়েছে ভারত। সর্বভারতীয় দাবা ফেডারেশন ইতিমধ্যেই এশিয়ান গেমসের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। ১০জন করে পুরুষ ও মহিলাদের একটি সম্ভাব্য দলও তৈরি করা হয়েছে।

আসন্ন এশিয়ান গেমসে দাবা প্রতিযোগিতায় পুরুষদের সম্ভাব্য দল হতে পারে – ভিদিত গুজারাঠি, পি হরিকৃষ্ণা, নিহাল সারিন, এসএল নারায়ণন, কে শশীকরণ, বি আধিবান, কার্তিকেয়ান মুরলী, অর্জুন এরিগাইসি, অভিজিৎ গুপ্তা এবং সূর্যশেখর গাঙ্গুলি।

এ ছাড়া মহিলাদের সম্ভাব্য দল হতে পারে – কোনেরু হাম্পি, ডি হারিকা, বৈশালী আর, তানিয়া সচদেব, ভক্তি কুলকার্নি, ভান্তিকা অগ্রবাল, মেরি অ্যান গোমস, সৌম্য স্বামীনাথন এবং এষা কারাভাদে।

নির্বাচন কমিটিতে রয়েছেন অভিজিৎ কুন্তে, দিব্যেন্দু বড়ুয়া এবং দিনেশ শর্মা। নির্বাচন কমিটির সদস্যরা এপ্রিল মাসে পাঁচজন প্লেয়ারের চূড়ান্ত তালিকা তৈরি করবে।

আরও পড়ুন: Asian Games: ১১ বছর পর এশিয়ান গেমসে ফিরছে ক্রিকেট