Asian Games 2023: এক ঝলকে দেখে নিন এশিয়ান গেমসে ভারতের ১০৭ পদকের তালিকা…

ভারত থেকে হানঝাউতে গিয়েছিলেন মোট ৬৬১জন অ্যাথলিট। তার মধ্যে পুরুষ অ্যাথলিট ৩৩৫ জন এবং মহিলা অ্যাথলিট ৩২৬ জন। এশিয়ান গেমসের ১৩তম দিনে ভারতের ১০০ পদকের স্বপ্নপূরণ হয়েছে। আর এই ১০০তম পদক এসেছে ভারতের মহিলা কবাডি টিমের হাত ধরে।

Asian Games 2023: এক ঝলকে দেখে নিন এশিয়ান গেমসে ভারতের ১০৭ পদকের তালিকা...
এক ঝলকে দেখে নিন এশিয়ান গেমসে ভারতের পদকের সেঞ্চুরির তালিকা...Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Oct 07, 2023 | 5:34 PM

হানঝাউ: এশিয়ান গেমসে (Asian Games 2023) ভারতের অতীতের সব রেকর্ড ভেঙে গেল হানঝাউতে। এ বার দেশবাসীর প্রত্যাশা ছিল হানঝাউ থেকে ১০০ পদক পাবেন ভারতীয় অ্যাথলিটরা। হতাশ করলেন না টিম ইন্ডিয়ার অ্যাথলিটরা। ১৯তম এশিয়ান গেমসে মোট  ৪১টি ইভেন্টে অংশ নিয়েছেন ভারতের অ্যাথলিটরা। ভারত থেকে হানঝাউতে গিয়েছিলেন মোট ৬৬১জন অ্যাথলিট। তার মধ্যে পুরুষ অ্যাথলিট ৩৩৫ জন এবং মহিলা অ্যাথলিট ৩২৬ জন। এশিয়ান গেমসের ১৩তম দিনে ভারতের ১০০ পদকের স্বপ্নপূরণ হয়েছে। আর এই ১০০তম পদক এসেছে ভারতের মহিলা কবাডি টিমের হাত ধরে। পদকের সেঞ্চুরি করেই অবশ্য থেমে যাননি ভারতীয় অ্যাথলিটরা। এশিয়াড থেকে ১০০ পদক পূর্ণ হওয়ার পর ভারতে এসেছে আরও ৭টি পদক। অর্থাৎ হানঝাউ থেকে মোট ১০৭টি পদক ঝুলিতে ভরে দেশে ফিরবেন ভারতের অ্যাথলিটরা। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে এক ঝলকে দেখে নিন এশিয়ান গেমসে ভারতের ১০৭ পদকের তালিকা…।

১৯তম এশিয়ান গেমসে ভারতের ১০৭ পদকের তালিকা (কোন ইভেন্ট থেকে এসেছে কতগুলি পদক) —

  1. শুটিং— ৭টা সোনা, ৯টা রুপো, ৬টা ব্রোঞ্জ। মোট ২২ পদক
  2. অ্যাথলেটিক্স— ৬টা সোনা, ১৪টা রুপো, ৯টো ব্রোঞ্জ। মোট ২৯টা পদক
  3. আর্চারি— ৫টা সোনা, ২টো রুপো, ২টো ব্রোঞ্জ। মোট ৯ পদক
  4. স্কোয়াশ— ২টো সোনা, ১টা রুপো, ২টো ব্রোঞ্জ। ৫টা পদক
  5. টেনিস— ১টা সোনা, ১টা রুপো। মোট ২টো পদক
  6. ইকুয়েস্ট্রিয়ান— ১টা সোনা, ১টা ব্রোঞ্জ। মোট ২টো পদক
  7. ক্রিকেট— ২টো সোনা। মোট ২টো পদক
  8. হকি— ১টা সোনা। ১টা ব্রোঞ্জ। ২টো পদক
  9. কবাডি— ২টো সোনা।  ২টো পদক
  10. রোয়িং— ২টো রুপো, ৩টে ব্রোঞ্জ। ৫টা পদক
  11. বক্সিং— ১টা রুপো, ৪টে ব্রোঞ্জ। মোট ৫টা পদক
  12. সেলিং— ১টা রুপো, ২টো ব্রোঞ্জ। ৩টে পদক
  13. ব্যাডমিন্টন— ১টা সোনা , ১টা রুপো, ১টা ব্রোঞ্জ। ৩টে পদক
  14. ব্রিজ— ১টা রুপো
  15. গল্ফ— ১টা রুপো
  16. উসু— ১টা রুপো
  17. রেসলিং— ১টি রুপো, ৫টা ব্রোঞ্জ। ৬টি পদক
  18. রোলার স্পোর্টস— ২টো ব্রোঞ্জ
  19. কেনোইং— ১টা ব্রোঞ্জ
  20. সেপাক টাকরো— ১টা ব্রোঞ্জ
  21. টেবল টেনিস— ১টা ব্রোঞ্জ
  22. দাবা – ২টো রুপো

পুরুষ অ্যাথলিটদের প্রাপ্তি

১৫টা সোনা, ১৯টা রুপো, ১৮টা ব্রোঞ্জ। মোট ৫২ পদক

মহিলা অ্যাথলিটদের প্রাপ্তি

৯টা সোনা, ১৭টা রুপো, ২০টা ব্রোঞ্জ। মোট ৪৬ পদক

মিক্সড টিম ইভেন্ট থেকে প্রাপ্তি

৪টে সোনা, ২টো রুপো, ৩টে ব্রোঞ্জ। মোট ৯টা পদক

  • সোনা ২৮
  • রুপো ৩৮
  • ব্রোঞ্জ ৪১

হানঝাউ এশিয়ান গেমস থেকে ভারতের প্রাপ্তি মোট ১০৭ পদক।