PARIS OLYMPIC 2024: অলিম্পিকে ৫০টি পদক সম্ভব, বলছেন বাইচুংরা

কেন্দ্রীয় সরকারের মিশন অলিম্পিক সেলের অন্যতম তিন সদস্য গোপীচাঁদ, অঞ্জু ববি জর্জ, বাইচুং ভুটিয়া গত আট বছরে ক্রীড়াক্ষেত্রে উন্নতি নিয়ে পর্যালোচনা করেন।

PARIS OLYMPIC 2024: অলিম্পিকে ৫০টি পদক সম্ভব, বলছেন বাইচুংরা
ভারতীয় ক্রীড়ার তিন নক্ষত্র পুল্লেলা গোপীচাঁদ, অঞ্জু ববি জর্জ, বাইচুং ভুটিয়া।Image Credit source: TWITTER
Follow Us:
| Edited By: | Updated on: Jun 20, 2022 | 5:22 PM

কলকাতা : প্রতিভার অভাব নেই। ১৩০ কোটির বেশি জন সংখ্যার বেশি দেশে প্রত্যাশিত পদক আসছিল না তবু। ভবিষ্যৎ কি বদলাবে? আশাবাদী ভারতীয় ক্রীড়ার তিন গর্ব পুল্লেলা গোপীচাঁদ (Pullela Gopichand), অঞ্জু ববি জর্জ (Anju Boby George) এবং বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia)। ভারত (India) একটি অলিম্পিকে ৫০টি পদক জেতার ক্ষমতা রাখে, এমনটাই মত তাঁদের। কিন্তু তার জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা, পরিকাঠামো এবং পরিকল্পনার বাস্তবায়ন। ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে টিভি নাইন গ্লোবাল সামিট’এ কারণও ব্যাখ্যা করেন ক্রীড়াবিদরা। ২০১৬ রিও অলিম্পিকে হতাশাজনক পারফরম্যান্স করেছিল ভারত। মাত্র দুটি পদক এসেছিল দেশে। এরপরই নিতি আয়োগের তরফে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়। ২০২৪ প্যারিস অলিম্পিকে ভারত যাতে ৫০টি পদক জয়ের লক্ষ্যে পৌঁছতে পারে, তার প্রস্তুতি শুরু হয়েছিল আরও আগেই। ২০১৬ রিও অলিম্পিকের তুলনায় ২০২০ টোকিও অলিম্পিকে অনেক ভালো পারফরম্যান্স করেছে ভারত। অলিম্পিকের ইতিহাসে ভারতের সেরা পারফরম্যান্স। টোকিও থেকে সাতটি পদক নিয়ে ফিরেছে ভারত। সবচেয়ে গর্বের মুহূর্ত নীরজ চোপড়ার (Neeraj Chopra) বর্শায়। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে দেশের প্রথম অলিম্পিক পদক। তাও আবার সোনার পদক। এর চেয়ে ভালো কী হতে পারে!

অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে ভারতের প্রথম সোনা জেতার রেকর্ড গড়েছিলেন শুটার অভিনব বিন্দ্রা। দ্বিতীয় সোনা এসেছে নীরজের সৌজন্যে। প্যারিসে পরবর্তী অলিম্পিকে লক্ষ্য আরও বড়। অন্তত ৫০টি পদক। সে কারণেই কেন্দ্রীয় সরকারের তরফে ১০টি ক্রীড়া ইভেন্টকে চিহ্নিত করা হয়, যেখান থেকে পদক জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভা তুলে আনা, পরিচর্যায় নজর দেওয়া হয়। তাদের সঠিক পরিকাঠামোয় অনুশীলনের সুযোগ দেওয়া হয়। কেন্দ্রীয় সরকারের মিশন অলিম্পিক সেলের অন্যতম তিন সদস্য গোপীচাঁদ, অঞ্জু ববি জর্জ, বাইচুং ভুটিয়া গত আট বছরে ক্রীড়াক্ষেত্রে উন্নতি নিয়ে পর্যালোচনা করেন।

সামিটের মডারেটর নিশান্ত চতুর্বেদীকে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ জয়ী ব্যাডমিন্টন তারকা গোপীচাঁদ বলেন, ‘অবশ্যই ৫০টি পদক জেতা সম্ভব। তার জন্য আমাদের প্রয়োজন সঠিক পরিকল্পনা, সেগুলো নিয়ে কাজ করা এবং সায়েন্টিফিক অ্যাপ্রোচ। গত আট বছর ভারতীয় ক্রীড়াক্ষেত্রে অনেকটাই উন্নতি করেছে। এখনও অনেকটা পথ চলা বাকি।‘ ভারতীয় ফুটবলের কিংবদন্তি বাইচুং ভুটিয়া বলেন, ‘খেলো ইন্ডিয়া গেমসের মাধ্যমে কেন্দ্রীয় সরকার খুব ভালো একটা পরিকল্পনা নিয়েছে। দীর্ঘকালীন পরিকল্পনা নিলে তবেই ৫০টি পদক সম্ভব। পদক জয়ের সম্ভাবনা বাড়াতে, আমাদের উচিত চিনের মডেল অনুসরণ। ব্যক্তিগত পদকের দিকে নজর দেওয়া।‘

২০০৩ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে লঙ জাম্পে ব্রোঞ্জ পাওয়া অ্যাথলিট অঞ্জু ববি জর্জ বলেন,’ আধুনিক পরিকাঠামোর পাশাপাশি সহজলভ্য পরিকাঠামোও প্রয়োজন। তৃণমূল স্তর থেকেই যোগ্য কোচের অধীনে প্রস্তুতির সুযোগ দিতে হবে ভারতীয় অ্যাথলিটদের। তাহলেই আমরা সুদূর ভবিষ্যতে ইতিবাচক ফল পাব। খেলো ইন্ডিয়া গেমসের মাধ্যমে আমরা সেই চেষ্টা করছি। তবে সবটাই সময় সাপেক্ষ। অনেকটা পরিবর্তন হয়েছে। আমরা ইতিবাচক পথেই এগোচ্ছি।‘

দীর্ঘ ২৫ বছর জাতীয় ব্যাডমিন্টন দলের কোচের দায়িত্ব সামলানো গোপীচাঁদ আরও যোগ করছেন,’প্রতিভাবাণ খেলোয়াড়দের চিহ্নিত করতে হবে। তাদের বিজ্ঞানসম্মত অনুশীলনের সুযোগ দিতে হবে। নতুন প্রতিভা খোঁজার ক্ষেত্রে তাদের শারীরীক দক্ষতার দিকেও নজর দিতে হবে। যে সমস্ত খেলোয়াড় সচেতন নয় তাদের না রাখাই ভালো।‘ এই খবরটি ইংরেজিতে পড়ুন