India vs Pakistan, Hockey : হকিতে ভারত বনাম পাকিস্তান দ্বৈরথ, কবে ও কীভাবে দেখবেন ম্যাচ?
IND vs PAK Hockey Live Streaming : এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ভারত ও পাকিস্তান। কখন ও কীভাবে দেখবেন এই ম্যাচ? জেনে নিন।
চেন্নাই : ক্রিকেট, ফুটবল বা হকি, মঞ্চটা যাই-ই হোক, ভারত বনাম পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। দেখে নেওয়ার, লড়ে নেওয়ার হুঙ্কার। আর ম্যাচটি যদি ভারতের মাটিতে হয় তাহলে তো কথাই নেই। চেন্নাইয়ে চলছে এশিয়ান চ্যাম্পয়ন্স ট্রফি হকি টুর্নামেন্ট। বুধবার রাউন্ড রবিন পর্বের শেষ ম্যাচে মুখোমুখি ভারত ও পাকিস্তান। এই ম্য়াচ ঘিরেই যত আগ্রহ হকি প্রেমীদের। ওডিআই বিশ্বকাপের আগে হকিতে ভারতের মাটিতে মুখোমুখি হতে চলেছে দুই টিম। ম্যাচ ঘিরে উত্তাপ বাড়ছে। পাকিস্তান দলের হেড কোচ মহম্মদ সাকলিন বলেছেন, ভারতের দুর্বলতা তাঁর জানা। ভারতীয় দলের ক্যাপ্টেন হরমনপ্রীত সিং জানেন এই ম্যাচ থেকে দেশবাসীর প্রত্যাশা কোন পর্যায়ে। ভারতীয় দল ইতিমধ্যেই শেষ চারে পা রেখেছে। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে জেতা ছাড়া যে উপায় নেই। ফলে বুধবার একটা রুদ্ধশ্বাস ম্য়াচের সাক্ষী থাকতে চলেছে দুই দেশের হকি প্রেমীরা।
টুর্নামেন্টে ভারতীয় দল এখনও পর্যন্ত অপরাজিত। ৪টি ম্যাচে তিনটিতে জয় ও একটি ম্যাচ ড্র হয়েছে। ভারতের পাশাপাশি পাকিস্তানও সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। ৪টি ম্যাচের মধ্যে একটিতে জয়, দুটি ড্র ও একটি ম্যাচ হেরেছে প্রতিবেশী দেশ। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে দেখবেন ভারত বনাম পাকিস্তান এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ।
ভারত বনাম পাকিস্তান এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ কবে খেলা হবে?
ভারত বনাম পাকিস্তান এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ রয়েছে ৯ অগস্ট, বুধবার।
ভারত বনাম পাকিস্তান এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ কোথায় খেলা হবে?
ভারত বনাম পাকিস্তান এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ রয়েছে চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণণ হকি স্টেডিয়ামে।
ভারত বনাম পাকিস্তান এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ কখন শুরু হবে?
ম্যাচ শুরু হবে রাত ৮.৩০ থেকে।
ভারত বনাম পাকিস্তান এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ কোথায় সরাসরি দেখা যাবে?
ভারতে এই ম্যাচের সরাসরি সম্প্রচার হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।
ভারত বনাম পাকিস্তান এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ কোন ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে?
ভারত-পাকিস্তান হকি দ্বৈরথ দেখতে পারবেন ফ্যানকোড মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটে। এছাড়া ম্যাচের পুঙ্খানুপুঙ্খ আপডেটের জন্য চোখ রাখুন TV9 Bangla Sports-এ।